বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে ব্যবহৃত হয়। অনেকেই ব্যক্তিগত নম্বরটি পেশাগত কাজে ব্যবহার করতে চান না। তাই দুই অ্যাকাউন্টের জন্য আগে প্রয়োজন হতো দুটি স্মার্টফোন। এবার অনেকগুলো ডিভাইসের দরকার হবে না।
একই ফোনে দুই কিংবা চারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। অনেকদিন আগেই মেটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে। এই ফিচার যারা ডুয়াল সিম ব্যবহার করেন তাদের জন্য খুবই উপকারী হবে।
চলুন জেনে নিন কীভাবে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন-
* আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
* তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করুন।
* প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করে এগিয়ে যান।
* এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করুন।
* নম্বরটি যাচাই করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।