বিনোদন ডেস্ক : ভারতের সেন্সর বোর্ডের কর্তনের মুখে পড়েছে বলিউড অভিনেতা রণবীরের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমাল’। তবে সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি রণবীর কাপুর ও অভিনেত্রী রাশ্মিকা মান্দানার রসায়নের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য পরিবর্তনের নির্দেশ দিয়েছে (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেট) সিবিএফসি। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ‘অ্যানিম্যাল’ মুক্তির পর স্বাভাবিক ভাবেই, বড় পর্দায় সেন্সর বোর্ডের সম্পাদিত সংস্করণই দেখছেন দর্শকরা। তবে কিছুদিন অপেক্ষা করলে ওটিটিতে সিনেমার বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও নাকি দেখা যাবে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৬১ কোটি টাকার ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’। ফিল্ম-বাণিজ্য বিশারদদের ধারণা, বক্স অফিসে বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করবে রণবীরের এই ছবি। তবে তার পরে, ‘অ্যানিম্যাল’-এর গন্তব্য ওটিটি প্ল্যাটফর্মই।
জানা যায় , ইতিমধ্যেই নাকি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিও চূড়ান্ত করেছেন নির্মাতারা। নতুন বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘অ্যানিম্যাল’। সেখানেই নাকি ছবির বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও দেখতে পাবেন দর্শক।
সিনেমা মুক্তির আগেই ‘অ্যানিম্যাল’-এর দৈর্ঘ্য নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সে সময় রণবীর জানিয়েছিলেন, ‘অ্যানিম্যাল’ নাকি ৪ ঘণ্টার সিনেমা ছিল। পরে সম্পাদনা করে সেই সিনেমাকে ৩ ঘণ্টা ২১ মিনিটে এনে দাঁড় করা হয়েছে। ওটিটিতে নির্মাতারা সেই ৪ ঘণ্টার সিনেমাই প্রকাশ করবেন কিনা তা এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।