স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এবারের বিশ্বকাপের শিরোপা জয়ে চোখ বাংলাদেশের। বড় কিছু করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে টাইগাররা। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।
বিশ্বকাপের আগে মাঠের বাইরের ঘটনায় বেশ উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন। তবুও দলের অবস্থা ভালো বলে জানিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে এমন প্রশ্নে হাসান বলেন, ‘আমার মতে, আলহামদুলিল্লাহ দল ভালো অবস্থায় রয়েছে আমি যতটুকু দেখেছি। আগের থেকে অনেক ভালো পজিশনেই রয়েছে। প্রতিটি সেক্টরের কাজ সবাই সবারটা ভালো মতোই করছে। সবাই জানে ভারতের মতো চেনা কন্ডিশনে কি দায়িত্ব থাকবে। খুবই পজিটিভ আছে। সবাই প্রস্তুত আছে।’
নিজের ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মন তো চায় অনেক কিছুই। তবে আমার ইচ্ছা নিজের ইকোনোমিটা একদম কম রেখে ম্যাচ শেষ করা। যে কারণে আমাকে দলে রাখা সেই কাজটা ঠিকঠাক করতে পারা। মোটকথা দলের চাহিদা পূরণ করার জন্য আমি বল করতে চাই। যাতে করে বিশ্বকাপে দলের ভালো হবে সঙ্গে আমারও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।