জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা কোম্পানি এইচপি এর পরবর্তী ফ্লাগশিপ ডিভাইস হতে পারে ড্রাগনফ্লাই প্রো ক্রোমবুক। ২০২৩ সালের মাঝামাঝি বা শেষ সময় এ কাঙ্খিত এ ল্যাপটপটি বাজারে আসতে চাচ্ছে। এইচপি এই ডিভাইসটিকে হাই এন্ড স্পেসিফাইড করে নির্মাণ করতে চেয়েছিল।
এটির ডিসপ্লের সাইজ হবে ১৪ ইঞ্চি। আরজিবি কিবোর্ড এর ফিচার থাকছে। একটি প্রিমিয়াম ল্যাপটপে যে সকল সুবিধা এবং ফিচার থাকার কথা তার সব কয়টি এখানে পাওয়া যাবে। এ ডিভাইসের মধ্যে কালারের বৈচিত্রতা রয়েছে।
ল্যাপটপটিতে সাদা রঙের ফিনিশিং দারুন ভাবে দেওয়া হয়েছে। ল্যাপটপটি হবে পাতলা এবং ওজনে হাল্কা। বাহির থেকে দেখতে বেশ সুন্দর মনে হবে। এইচপি এর ডিভাইসের হ্যাপটিক ট্র্যাকপ্যাডের ফিচারটি আপনাকে মুগ্ধ করবে।
এই ট্র্যাকপ্যাডের সারফেস একেবারেই সলিড। লেফট বা রাইট বাটন কোন জায়গায় অবস্থিত তা খোঁজার কোন দরকার নেই। ট্র্যাকপ্যাড এর যে কোন জায়গায় ক্লিক করলেই ফাংশনটি কাজ করবে। কাজেই আপনাকে নির্দিষ্ট বাটনের দিকে ফোকাস করতে হচ্ছে না।
ডিসপ্লের রেজুলেশন দেওয়া হয়েছে ২৫৬০ গুণ ১৬০০ পিক্সেল। ১২০০ নেট পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা সম্ভব হবে। সূর্যের আলোতে বা অন্ধকারে যে কোন সময় ল্যাপটপের ডিসপ্লে আপনার জন্য আরামদায়ক হবে।
এইচপি এর ডিভাইসটি যথেষ্ট শক্তিশালী হবে। ডিভাইসটির বিল্ড কোয়ালিটি বেশ টেকসই। পাওয়ার ফুল ইন্টেল প্রসেসর এবং ১৬ জিবি র্যাম ইনস্টল করা থাকবে।
তবে মাঝারি বাজেটে ল্যাপটপটি ক্রয় করতে পারার কোন সম্ভাবনা নেই নেই। বাজারে আসতে যাওয়া এই ল্যাপটপের দাম হতে পারে ১২০০ ডলার বা ৯৮ হাজার রুপি বা এক লক্ষ সতের হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।