গ্রাহকদের জন্য অল্প দামে ল্যাপটপ আনছে HP

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের মতো একাধিক মাল্টি টাস্কিং কাজের জন্য বর্তমানে ভীষণ জরুরি একটি ল্যাপটপ। সে অফিসের কাজ হোক কিংবা স্কুল-কলেজের প্রোজেক্ট। তবে কম বাজেটের কারণে সেই ল্যাপটপ কিনে উঠতে পারেন না অনেকেই। সেই সমস্ত গ্রাহকদের জন্য অল্প দামে ল্যাপটপ আনছে HP।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুগলের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ক্রোমবুক (Chromebook) তৈরি করবে HP। দাম থাকবে 20,000 টাকার নিচে। চেন্নাই শহরে আগামী 2 অক্টোবর থেকেই এই ল্যাপটপের উত্পাদন শুরু করতে চলেছে সংস্থাটি।

2020 সাল থেকে চেন্নাইয়ে ল্যাপটপ এবং ডেস্কটপ বানাচ্ছে HP। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে গুগল ক্রোমবুক। মেড-ইন-ইন্ডিয়া অভিযানের অধীনে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

HP ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর বিক্রম বেদি জানিয়েছেন, ভারতের ডিজিটাল এডুকেশন উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে HP ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয়ভাবে ক্রোমবুক ল্যাপটপ তৈরি হলে ভারতীয় পড়ুয়ারা সস্তায় ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

দক্ষিণ এশিয়া গুগলের হেড অফ এডুকেশন বাণী ধাওয়ান জানিয়েছেন, বিভিন্ন পণ্য এবং প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালই রূপান্তর করার চলমান প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে। এই ডিজিটাল রূপান্তরকে সমর্থন করার পাশাপাশি HP-এর সঙ্গে অংশীদারিত্বে ক্রোমবুকের স্থানীয় উত্পাদন গুগলের কাছে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

ক্রোমবুক কী?

ক্রোমবুক হল ল্যাপটপের মতোই একটি ডিভাইস। যেখানে সাধারণত গুগল ক্রোম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এখানে উইন্ডোস-এর সুবিধা পাওয়া যায় না। এই পিসিতেও একাধিক মাল্টি টাস্কিং করা যায়। ভিডিয়ো স্ট্রিমিং থেকে গেমিং সবই সাপোর্ট করে ক্রোমবুকে। তবে উইন্ডোস ল্যাপটপ কিংবা ম্যাকবুকের তুলনায় ক্রোমবুকে স্টোরেজ কম থাকে।

ক্রোমবুকে গ্রাফিক্স কার্ডও তুলনামূলক নিম্ন মানের থাকে তাই ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নেওয়া যায় না। তবে ল্যাপটপ হিসাবে ক্রোমবুক উইন্ডোস এবং ম্যাকবুকের থেকে অনেক সস্তা হয় ক্রোমবুক। অফিস মিটিং থেকে ফাইল ম্যানেজমেন্ট, প্রোজেক্ট ইত্যাদি একাধিক কাজ করতে পারবেন।

যে 5 কোম্পানি সবথেকে বেশি ক্রোমবুক বিক্রি করে

এই মুহূর্তে বিশ্ব বাজারে সবথেকে বেশি ক্রোমবুক বেচে HP। 2023 অর্থবর্ষে সংস্থার মার্কেট শেয়ার 26.9 শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে Lenevo (22.8 শতাংশ মার্কেট শেয়ার) এবং Dell (22.2 শতাংশ মার্কেট শেয়ার)। শেষ দুই স্থানে রয়েছে Acer (18.3 শতাংশ মার্কেট শেয়ার) এবং Asus (3.8 শতাংশ মার্কেট শেয়ার)।