বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন ল্যাপটপের উপর থেকে পর্দা সরাল HP। ডিভাইসের নাম HP Spectre x360। 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি আয়তনে মিলবে এই ল্যাপটপ। এটির বিশেষ বৈশিষ্ট্য স্মার্ট এআই ফিচার। এটি ভারতে কোম্পানির প্রথম এআই চালিত ল্যাপটপ। যা পারফরম্যান্সের পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করবে।
এই প্রথম ল্যাপটপে নিউরাল প্রসেসিং ইউনিট প্রযুক্তি ব্যবহার করেছে এইচপি। এআই পরিচালনা করার জন্য রয়েছে বিশেষ নিউরাল প্রসেসিং ইউনিট যা ল্যাপটপের সিপিইউ এবং জিপিইউয়ের সঙ্গে কাজ করবে। এছাড়াও থাকছে NVIDIA স্টুডি দ্বারা তৈরি TRX 4050 গ্রাফিক্স। যার মাধ্যমে দ্রুত ভিডিয়ো এডিশন এবং মাল্টি টাস্কিং করতে পারবেন।
HP Spectre x360 16 ইঞ্চি এবং 14 ইঞ্চির দাম
ভারতে HP Spectre x360 16 ইঞ্চির দাম 1,79,999 টাকা এবং 14 ইঞ্চির দাম 1,64,999 টাকা। 16 ইঞ্চির ডিভাইস পাওয়া যাবে নাইটফল ব্ল্যাক রঙে এবং 14 ইঞ্চি পাওয়া যাবে নাইটফল ব্ল্যাক রঙ ও ব্লু রঙে। দুই ল্যাপটপই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট, HP ওয়ার্ল্ড স্টোরে এবং শীর্ষস্থানীয় স্টোর থেকে কিনতে পারবেন।
HP Spectre x360 : ফিচার ও স্পেসিফিকেশনএইচপি’র এই ল্যাপটপে রয়েছে উইন্ডোস 11 হোম সিস্টেম। পাবেন দু’রকম ডিসপ্লে – 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি। সঙ্গে 2.8K OLED স্ক্রিন এবং 48Hz থেকে 120hz ডাইনামিক রিফ্রেশ রেট। এই ডিসপ্লেতে একাধিক টাচ ইনপুটের সুবিধাও পাওয়া যাবে। যেমন জুম করা যাবে, ডবল ট্যাপ, প্রেস ও হোল্ড করে স্কেচ তৈরি করতে পারবে।কোম্পানির দাবি, এটি বিশ্বের সবথেকে বড় হ্যাপটিক টাচপ্যাড উইন্ডোস ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা 7 প্রসেসর সঙ্গে NVIDIA GeForce RTZ 4050 গ্রাফিক্স। এই চিপসেট নিউরাল প্রসেসিং ইউনিটের সঙ্গে যুক্ত যা এআই ফিচার পরিচালনা করতে সাহায্য করবে।ল্যাপটপে রয়েছে 9 ইঞ্চি মেগাপিক্সেল ওয়েব ক্যামেরা সঙ্গে লো লাইট ফিচার। পার্সোনাল কম্পিউটারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এতে রয়েছে ইন-বিল্ট এআই চিপ। এছাড়াও ল্যাপটপে থাকছে অ্যাডাপটিভ স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক পারফরম্যান্স অপটিমাইজেশন।উইন্ডো স্টুডি এফেক্টও রয়েছে উন্নত ক্যামেরা এবং মাইক্রোফোন অভিজ্ঞতার জন্য। ভিডিয়ো এবং ভয়েস প্রযুক্তি বানিয়ে থাকে মাইক্রোসফট অধীন পলি নামক একটি সংস্থা। তার সঙ্গে হাত মিলিয়ে এই ল্যাপটপ ভারতে এনেছে এইচপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।