বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার আনল HP

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সঙ্গে ব্যাগ না থাকলেও ল্যাপটপেই পাবেন হ্যান্ডেল এবং কি-বোর্ড রাখার পকেট। ক্যারি করতে পারবেন যে কোনও জায়গায়। এমনই এক নতুন প্রযুক্তি সম্পন্ন ল্যাপটপ আনল HP। এদিন HP Imagine ইভেন্টে বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস ল্যাপটপ লঞ্চ করল কোম্পানি। নাম HP Envy Move।

HP জানিয়েছে, তাদের এই ল্যাপটপ বিশ্বের একমাত্র মুভেবেল কম্পিউটার যা রিচার্জেবেল ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। ব্যাগ না থাকলেও ল্যাপটপটি ক্যারি করা যাবে যে কোনও জায়গায়। গেমিং, স্ট্রিমিংয়ের মাঝে যখন খুশি ল্যাপটপটি প্যাক করা যাবে। পাশাপাশি ল্যাপটপের সাইজের সঙ্গে ফিট হয় এমন ব্যাকপ্যাক দেওয়া হবে ডিভাইসটির সঙ্গে।

HP Envy Move ল্যাপটপের স্পেসিফিকেশন

24 ইঞ্চি QHD ডিসপ্লে (2560 x 1440 পিক্সেল রেজোলিউশন) রয়েছে এতে। কম্পিউটারে রয়েছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে ইউজারের উপস্থিতি শনাক্ত করে সেই অনুযায়ী অডিও সিস্টেম চালু করবে এই ল্যাপটপ। এই ফিচারের বড় সুবিধা হল আপনি যদি ল্যাপটপের সামনে নাও বসে থাকেন তাহলে সেটি অ্যাক্সেস করতে পারবেন। বিশেষ করে গেমিং অথবা সিনেমা দেখার সময়।

ল্যাপটপে দেওয়া হয়েছে 13 তম জেনারেশনের Intel Core i5 প্রসেসর যা 16GB র‌্যাম এবং 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। এছাড়াও একটি Intel Unison চিপ রয়েছে যার মাধ্যমে iOS এবং Android ডিভাইস কানেক্ট করে ফাইল শেয়ারিং, ফোন কল, টেক্সট ও নোটিফিকেশন পাবেন।

কম্পিউটারে থাকছে ওয়াইড ভিশন 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি AI প্রযুক্তির ইমেজ সিগন্যাল প্রসেসর। এই প্রসেসরের কাজ হল যখনই আপনি ল্যাপটপ ছেড়ে উঠবেন তৎক্ষণাৎ স্ক্রিন অফ হয়ে যাবে এবং ফিরে আসা মাত্রই স্ক্রিন অন হয়ে যাবে।

এখানেই শেষ নয়, ল্যাপটপে যে AI প্রযুক্তি রয়েছে তা আপনার স্বাস্থ্য খেয়াল রাখতেও সাহায্য করবে। অর্থাৎ ল্যাপটপ থেকে ঠিক কতটা দূরত্বে রেখে ব্যবহার করা উচিত এবং কতক্ষণ ব্যবহার করা উচিত তার জন্যই স্ক্রিন টাইম রিমাইন্ডার পাবেন ইউজার।

HP Envy Move ল্যাপটপের দাম

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ল্যাপটপ কিনতে চাইলে বেশ মোটা টাকা খরচ করতে হবে আপনাকে। এটি কিনতে পারবেন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ল্যাপটপের দাম রাখা হয়েছে 899.99 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 74,796 টাকা)। ভারতে আগামী বছর ল্যাপটপটি লঞ্চ করতে পারে HP।