বিনোদন ডেস্ক : সালটা ছিল ২০০০। সেসময় ইন্ডাস্ট্রিতে শাহরুখ, সলমন অথবা আমির নয়, যুগটা ছিল অনিল কাপুর, গোবিন্দাদের। ২৩ বছর আগে ১৪ জানুয়ারি মুক্তি পায় বলিউডের এক অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। হৃতিক এবং অমিশা পটেলের দুর্দান্ত অভিনয় ঝড় তোলে বলিউডে।
রাকেশ রোশন পরিচালিত ছবিটি দিয়েই শুরু হয় বলিউডের গ্রীক গড হৃতিকের অভিনয় জীবন। সেখানে শিশুশিল্পীর চরিত্রে কাজ করেছিলেন অভিষেক শর্মা। ছবিটি ২৩ বছর পূর্ন করায় সোশ্যাল মিডিয়াতে বেশ আবেগপ্রবন পোস্ট করেন তিনি। ইন্সটাগ্রামে ছবিটির একখানা দূর্দান্ত কোলাজ বানান তিনি।
অভিষেক লিখেছেন, ‘এটা বেশ একটা লম্বা সফর এবং আমি আশীর্বাদধন্য এমন একটা ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যা আমি দীর্ঘ সময় ধরে এবং এখনও নিজের সঙ্গে রেখে চলেছি…’।
একইসাথে রাকেশ রোশনকে ধন্যবাদ জ্ঞাপন করে লিখেন ‘ধন্যবাদ রাকেশ আঙ্কল আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য ও আমাকে আমার প্যাশন সম্পর্কে শিক্ষদান করার জন্য… ধন্যবাদ হৃতিক দাদা আমাকে প্রত্যেকদিন আরও ভালো হয়ে ওঠার অনুপ্রেরণা দেওয়ার জন্য… এই সফরের জন্য আমি একটা সুন্দর শৈশব পেয়েছি।’
প্রসঙ্গত ‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক রোশন। ছবিতে তার আর অমিশা পটেলের রসায়ন বেশ মনে ধরে দর্শকদের। এই ছবিতে আবার দ্বৈত চরিত্রে অভিনয় করেন হৃতিক। জানা যায় প্রথমে বড় কোনো তারকাকে কাস্ট করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি হৃতিককে সুযোগ দেন, আর তারপরই বলিউডের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন হৃতিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।