বিনোদন ডেস্ক : ২০০৮ সালে ‘লাভ স্টোরি ২০৫০’ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন অভিনেতা হারমান বাওয়েজা। এরপরই তার মধ্যে পরবর্তী সুপারস্টারের ঝলক দেখতে শুরু করেন ভক্তরা। লুকের কারণে তাকে হৃত্বিক রোশনের সঙ্গে তুলনা করা হতো। নাচার চেষ্টাও করতেন হৃত্বিকের মতো।
তবে কয়েকটি ছবি করেও সেভাবে নিজেকে লাইমলাইটে আনতে পারেন হারমান বাওয়েজা। বরং তিনি বেশি আলোচনায় এসেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে।
ভারতের একাধিক মিডিয়ার খবর অনুসারে, প্রায় দুই বছর পরস্পরকে ডেট করেছেন হারমান ও প্রিয়াঙ্কা। হারমান পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক টানা ফ্লপের কারণে একটা সময় মানসিক চাপে ভুগেছিলেন তিনি। প্রিয়াঙ্কাকে সময় দিতে পারছিলেন না। যা দুজনের সম্পর্কে প্রভাব ফেলেছিল।
হারমানের বাবা হ্যারি বাওয়েজা একজন চলচ্চিত্র পরিচালক। তবে ক্যারিয়ারে মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই হারিয়ে যান হারমান। সেই ছবিগুলোও বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি।
প্রিয়াঙ্কা চোপড়া ও হারমান বাওয়েজা জুটি বেঁধে ‘লাভ স্টোরি ২০৫০’ এবং ‘হোয়াটস ইয়োর রাশি’ ছবি দুটিতে কাজ করেছিলেন। কিন্তু প্রিয়াঙ্কার তারকাখ্যাতিতেও ছবি হিট হয়নি।
টানা ছবি ফ্লপ হওয়ার পর কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলেন হারমান। প্রায় পাঁচ বছর পর ২০১৪ সালে মাল্টিস্টারার ফিল্ম ‘ডিশকিয়াউন’-এ হাজির হন তিনি। সানি দেওল, আয়েশা খান্না এবং আদিত্য পাঞ্চোলির মতো তারকারা অভিনয় করেন ওই ছবিতে। তবে সে ছবিও খুব একটা হিট হয়নি।
হারমান নাচ এবং তার লুকসের জন্য প্রচুর প্রশংসিত হয়েছেন। তবে অভিনয়ের ক্ষেত্রে নিজের আলাদা করে পরিচয় তৈরি করতে ব্যর্থ হন। বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন।
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম অনুযায়ী, ‘ইয়ারিয়ান ২’ ছবি দিয়ে বলিউডে কামব্যাক করবেন হারমান। প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার, পার্ল ভি পুরি এবং মিজান জাফরির মতো অভিনেতারা সেখানে থাকবেন। ছবির প্রিক্যুয়েল ‘ইয়ারিয়ান’ পরিচালনা করেছেন দিব্যা খোসলা কুমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।