হৃতিকের মতো কৃশ হতে গিয়ে ছাদ থেকে লাফ, অল্পের জন্য প্রাণে বাঁচলো শিশু

কৃশ

আন্তর্জাতিক ডেস্ক : ২০০০ সালের শুরুর দিকের শিশুদের কাছে সুপারহিরো বলতে বলিউড অভিনেতা হৃতিক রোশন অভিনীত কৃশ ছিল অন্যতম। আর হবে নাই বা কেন তার কাছে যে মধ্যাকর্ষণ শক্তি খাটতই না। এখনও অনেক শিশু এই সিনেমা দেখে মুগ্ধ হয়।

কৃশ

এই সুপারহিরোকে নকল করে বন্ধুদের তাক লাগিয়ে দেয়ার কথা ভাবে। তেমনি ভাবেই এক শিশু বন্ধুদের সঙ্গে ক্লাসের বাইরে বেরিয়ে সুপারহিরো কৃশ এর মত দোতলা থেকে লাফ দেয়। কিন্তু হৃতিকের মত কৃষ হওয়া হয়নি তার। উল্টে হাতে, পায়ে, নাকে গুরুতর আঘাত পায় সে।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কানপুরের একটি স্কুলের ছাত্র হৃতিক রোশনের কৃশ চরিত্রকে নকল করতে গিয়ে দোতলা লাফ দিয়ে গুরুতর ভাবে আহত হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন কিশোরটি এই কাণ্ড স্বইচ্ছায় ঘটিয়েছে, কেউ তাকে জোর করেনি। বরং সে নাকি তার মায়ের কাছে কৃশ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল।

সন্তানকে যে কৌশলে নীল ছবির নেশা থেকে দূরে রাখবেন

শিশুমনে সিনেমার যে ঠিক কতটা প্রভাব পড়ে আর সেটা কতটা ভয়ানক হতে পারে সেটাই যেন কানপুরের এই ঘটনা দেখিয়ে দিল।