হৃতিকের ‘দিল না দিয়া’ গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ভাইরাল বৃদ্ধ

গান

বিনোদন ডেস্ক : ২০০৬ সালে হৃতিক রোশন অভিনীত ছবি ‘কৃশ’ বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ছবিরই ‘দিল না দিয়া’ গানে হৃতিক দুর্দান্ত নেচে দর্শকদের মন কেড়েছিলেন। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা প্রমাণ করে দেখালেন এক বৃদ্ধ। বয়স বাড়লেও মনের তারুণ্যে তরতাজা তিনি। আর সেই তারুণ্যের ঝলক ধরা পড়ল তাঁর নাচেই।

গান

বৃদ্ধ বয়সে যে ভাবে গানের তালে পা মেলালেন, তা দেখার পর প্রশংসার বন্যা বইছে। অনেকে বলছেন, বয়সটাই যা বেড়েছে, বৃদ্ধের নাচের ধরন কিন্তু মন জিতে নিয়েছে।

ফাঁকা একটি ঘর। সেই ঘরের মধ্যে হৃতিক রোশন অভিনীত ছবি ‘কৃশ’-এর ‘দিল না দিয়া’ গানের মিউজিক বাজছে। আর সেই তালে নাচের ঝড় তুলেছেন ওই বৃদ্ধ। এসসুরেশডান্সার নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকেই, বৃদ্ধের এই নাচ নজর কেড়েছে।

২০০৬ সালে হৃতিক রোশন অভিনীত ছবি ‘কৃশ’ বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ছবিরই ‘দিল না দিয়া’ গানে হৃতিক দুর্দান্ত নেচে দর্শকদের মন কেড়েছিলেন। এ বার সেই গানেই নেচে দর্শকদের মন কাড়ছেন এক বৃদ্ধ। তবে ভিডিয়োটি কোথাকার, বৃদ্ধের নামই বা কী, তা জানা যায়নি।