বিনোদন ডেস্ক : বলিউডের গ্রিক গড তিনি। সেই শুরুর সময় থেকেই আজ পর্যন্ত দর্শকদের মন জয় করে চলেছেন ঋত্বিক রোশন। তার এক ঝলকের জন্য সব কিছু করতে পারেন তার অগণিত ভক্তমহল। এই মুহূর্তে অভিনেতা আবারও মিডিয়ার চর্চায় উঠে এসেছেন। তবে চর্চা হওয়ার কারণ তিনি নিজে নন। বলিউডের এক আসন্ন অভিনেত্রীর মন্তব্যকে ঘিরেই চর্চায় তিনি।
গায়ত্রী ভরদ্বাজ বলিউডের আসন্ন অভিনেত্রীদের মধ্যে অন্যতম। জানা গিয়েছে, খুব শীঘ্রই বড়পর্দায় দেখা মিলবে তার। ২০১৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনাইটেডের তাজ উঠেছিল তার মাথায়। সেইসময় থেকেই ধীরে ধীরে সাধারণের মাঝে পরিচিত হতে শুরু করেছেন গায়ত্রী। পরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী কথায় কথায় জানিয়েছিলেন, তিনি বলিউড ইন্ডাস্ট্রির গ্রিক গড হৃত্বিক রোশনকে বিয়ে করতে চান তিনি। আর তার জন্য সব কিছু করতে রাজি অভিনেত্রী।
বর্তমানে হৃত্বিক রোশন সম্পর্কে রয়েছেন সাবা আজাদের সাথে। প্রথম স্ত্রী সুজানের সাথে বিচ্ছেদ ঘটেছে অনেকদিন। তবে আপাতত সবকিছুর বাইরে গিয়ে গায়ত্রী ভরদ্বাজের মন্তব্য নজর কেড়েছে সকলের। উল্লেখ্য অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলিউডের কোন অভিনেতাকে ডেট করতে চান! আর সেই উত্তরেই অভিনেত্রী নাম নিয়েছিলেন হৃত্বিকের।
তার কথায়, তিনি সবসময়ই রাজি আছেন তার সাথে জীবন কাটাতে। বহু নারীর মনের মানুষ তিনি। তারা তার জন্য করতে পারেন সবকিছু। তবে সম্প্রতি বলিউডের এই হবু অভিনেত্রী নিজের একটি পুরনো মন্তব্যের সূত্রে এই মুহূর্তে চর্চিত হচ্ছেন নেটমহলের অনেকাংশের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।