বিনোদন ডেস্ক : গত মাস থেকেই জোর চর্চায় হৃতিক রোশন এবং সাবা আজাদ। জোর গুঞ্জন, সাবার সঙ্গে প্রেম করছেন হৃতিক রোশন।হৃতিকের পরিবারের সঙ্গেও আলাপচারিতা শুরু করেছেন সাবা। কিছুদিন আগে রোশন পরিবারের সঙ্গে লাঞ্চ করতে হাজির হয়েছিলেন ‘রকেট বয়েজ’ খ্যাত এই অভিনেত্রী। এ বিষয়ে হৃতিক রোশন কিংবা সাবা কোনও কিছু স্বীকার না করলেও তাঁদের সম্পর্ক আপাতত টক অফ দ্য টাউন।
হৃতিকের পরিবারের সঙ্গে সাবার হাসিমুখের ছবি থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে যে তাঁরা তাঁকে ভালোভাবেই মেনে নিয়েছেন। হৃতিকের পরিবারের একাধিক সদস্য মাঝেমধ্যেই সাবার বিভিন্ন পোস্টে লাইক, কমেন্টও করা শুরু করেছেন। এবার সেই গুঞ্জন আরও এক ধাপ বাড়ল। হৃতিকের ভাগ্নি সুরানিকা সাবার জন্য নিজের হাতে মিষ্টি তৈরি করলেন। এবং তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সাবা নিজেও। সুরানিকার তৈরি সেই হালুয়ার ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে নিজের উচ্ছ্বাস এতটুকুও লুকিয়ে রাখেননি হৃতিকের বান্ধবী।
হৃতিকের ভাগ্নির রাঁধা হালুয়ার ছবি পোস্ট করে সাবা লিখেছেন, ‘ওহ ভগবান! সুরানিকা ওটা কি হালুয়া নাকি? দারুণ! আনন্দে মরেই না যাই। মিষ্টি মেয়েটির জন্য অনেক অনেক ভালোবাসা।’ প্রসঙ্গত, হৃতিক এবং সাবার ভবিষ্যৎ পরিকল্পনা কী সেই বিষয়ে এখনও কোনও পাকা খবর নেই। সূত্রের খবর, এখনই নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা কোনও চটজলদি সিদ্ধান্ত নিতে চান না।
প্রসঙ্গত, চলতি বছরে হৃতিকের জন্মদিনে হৃতিকের সঙ্গে নিজের একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে তাঁর ‘হৃতিক মামু’-কে শুভেচ্ছা জানিয়েছিলেন সুরনিকা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel