বিনোদন ডেস্ক : ‘দাদা বৌদি বিরিয়ানি’-র নাম শোনা গিয়েছে বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনের কণ্ঠে। এই ভিডিয়োতে মজে নেটপাড়া। বিষয়টি নিয়ে যখন তুলকালাম চলছে সেই সময় এই নিয়ে মুখ খুললেন ‘দাদা বৌদি বিরিয়ানি’-র কর্ণধার। নিজের দোকানের নাম ঋত্বিকের কণ্ঠে শুনে কেমন লাগছে তাঁর? অনুভূতি ভাগ করে নিলেন দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা।
‘দাদা বৌদি বিরিয়ানি’-র বিজ্ঞাপনে ঋত্বিক রোশন! গতকালই জ্যোমাটোর ভাইরাল এই বিজ্ঞাপনের আসল তথ্য় সামনে এনেছিল এই সময় ডিজিটাল। এবার বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা। সম্প্রতি ঋত্বিক রোশনকে Zomato-র একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে। যেখানে তিনি একটি দুষ্কৃতী দলের সর্দার।
জ্যোমাটো থেকে খাবার অর্ডার করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যান্য দুষ্কৃতীরা তেড়ে গেলে ঋত্বিক বলেছিলেন, “দাদা বৌদির বিরিয়ানি থেকে তিনি অর্ডার করেছিলেন।” বাঙালি বিরিয়ানি প্রেমীরা এই ভিডিয়ো দেদারে শেয়ার করছেন। তাঁদের কথায়, দাদা বৌদি বিরিয়ানির বিজ্ঞাপন করছেন ঋত্বিক।
কিন্তু, বিষয়টি আদতে তা নয়। সম্প্রতি নিজেদের ব্র্যান্ডের প্রচারে Zomato একটি বিজ্ঞাপন দিয়েছেন। যেখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) টেকনলজি। শহরের বড় বড় রেস্তোরাঁ, জনপ্রিয় খাবারের দোকানগুলির একটি তালিকা তৈরি করেছে জ্যোমাটো। আর যিনি বিজ্ঞাপন দেখছেন তাঁর শহর এবং এলাকা বুঝে IA-র মাধ্যমে নিকটবর্তী রেস্তোরাঁর নাম শোনা যাচ্ছে ঋত্বিকের কণ্ঠে।
আর এই জনপ্রিয় রেস্তোরাঁগুলোতেই নাম উঠে এসেছে ‘দাদা বৌদি বিরিয়ানি’-র। ঋত্বিকের মুখে রেস্তোরাঁর নাম শুনে কেমন লাগল কর্ণধারের? সঞ্জীব সাহা বলেন, “এটা দারুন বিষয়। বিষয়টি আশা করিনি। ঋত্বিকের গলা থেকে রেস্তোরাঁর নাম শুনে দারুন লেগেছে।” তিনি আরও জানান, জ্যোমাটোর সঙ্গে পাঁচ বছর ধরে যুক্ত দাদা বউদি বিরিয়ানি।
অনলাইন অ্যাপগুলির জন্য ব্যবসা বেড়েছে বলেই সাফ জানাচ্ছেন তিনি। সঞ্জীববাবুর কথায়, “বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য যে কোনও ধরনের খাবার মানুষের উঠোন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ফলে বাড়িতে বসেই প্রিয় রেস্তোরাঁর স্বাদ পাচ্ছেন সাধারণ মানুষ।”
সঞ্জীববাবু বলেন, “বিজ্ঞাপনটি দেখেছি। যদি সকলের ভালো লাগে, আমারও নিশ্চই ভালো লাগবে।” দাদা বৌদি বিরিয়ানি সংস্থাকে কোনও অর্থ খরচ করতে হয়নি। জ্যোমাটোর সুবাদেই ঋত্বিক হয়েছেন তাঁদের ‘Brand Ambassador’।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁগুলির মধ্যে অন্যতম ‘দাদা বৌদি বিরিয়ানি’। প্রতিদিন এই রেস্তোরাঁ থেকে ১২০০ প্লেটের বেশি বিরিয়ানি বিক্রি হয়। তবে চিকেন এবং মটন মিলিয়েই এই পরিসংখ্যান বলে জানিয়েছিলেন রেস্তোরাঁর মালিক। সেখানে মটন বিরিয়ানির দাম ২৫০ টাকা এবং চিকেন বিরিয়ানির দাম ২০০ টাকা প্লেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।