বিনোদন ডেস্ক: অভিনেতা হৃতিক রোশন আর তাঁর জল্পনার প্রেমিকা সাবা আজাদকে ফের একবার দেখা গেল একসঙ্গে ৷ কখনও হাতে হাত রেখে রেঁস্তোরা থেকে বেরোনোর সময় কখনও এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় এর আগেও ক্যামেরাবাজদের লেন্সে বন্দি হয়েছেন এই দুই তারকা ৷ এবারও তাঁদের একসঙ্গে হাতে হাত রেখেই এন্ট্রি নিতে দেখা গেল করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে ৷ক্যামেরার জন্য় দু’জনে একসঙ্গে পোজও দিলেন হাসিমুখে ৷
হৃতিককে এদিন দেখা গেল কালো শার্ট আর মানানসই কালো স্যুটে ৷ আর অন্যদিকে সাবাও এদিন নিজেকে সাজিয়েছিলেন গ্ল্যামারাস ব্ল্যাক কাট আউট পোশাকে ৷ অফিসিয়ালি এই জুটিকে একসঙ্গে দেখে রীতিমত কাত নেটপাড়া ৷ কারণ সম্পর্ক নিয়ে জল্পনা চললেও এর আগে কোনও রেড কার্পেটে একসঙ্গে এই দুই তারকাকে দেখেনি নেটদুনিয়া ৷
প্রসঙ্গত, হৃতিকের প্রাক্তন সুজান খানও কিন্তু উপস্থিত ছিলেন এই পার্টিতে ৷ আর তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর জল্পনার প্রেমিক আর্সলান গোনি ৷ এর আগেই একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে এই চারমূর্তিকে ৷ যাই হোক, অভিনয়ের ক্ষেত্রে বলতে হলে, হৃতিককে আগামীতে দেখা যাবে ‘বিক্রম বেদা’ ছবিতে ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।