হৃতিকের প্রাক্তনের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : ১৪ বছরের দাম্পত্ব্যের ইতি টেনে আলাদা আলাদা সুখেই কাটছে বলিউড অভিনেতা হৃতিক রোশন ও তার প্রাক্তন স্ত্রী সুজান খানের জীবন। দুজনেরই জীবনে এসেছে নতুন প্রেম। সাবা আজাদের প্রেমে মজেছেন হৃতিক, এদিকে অভিনেতা আর্সলান গোনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সুজান। সম্প্রতি প্রেমিকের জন্মদিনে সুজানের রোমান্সের ভিডিও দেখে নেটিজেনরা যেন আকাশ থেকে পড়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সুজানের জীবনে ছিল বিশেষ দিন। সুজানের প্রেমিক আর্সলানের জন্মদিন। এদিনের ব্যক্তিগত কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সুজান। তাতে দেখা যায়, কখনো রেস্টুরেন্ট, কখনো পার্টিতে প্রেমিককে চুমু খাচ্ছেন সুজান।

প্রিয় মানুষের জন্মদিনে সুজান লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়, তুমি আমার জীবনের সেরা উপহার। তুমি আমার জীবনে আনন্দ এনে দিয়েছ। তোমার এই ক্ষমতা আমাকে অভিভূত করে, তুমি আমাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছ। চলো যাত্রা শুরু হোক। আমাদের সফর শুরু করেছি মাত্র। তুমি এমনই থেকো, তোমার সবকিছুই আমার ভালো লাগে। আমি শুধু চেয়েছি তোমায়।’

এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। সুজানের এই আদরমাখা পোস্টের জবাবে আরসালান লেখেন- ‘ধন্যবাদ মাই লাভ…’। মৌনি রায়, আলি গোনিরা বার্থ ডে বয়কে শুভেচ্ছা জানান। তবে সবার চোখ আটকে হৃতিকের প্রেমিকা সাবা আজাদের কমেন্টে। তিনি লেখেন- ‘হ্যাপি বার্থ ডে আরসালান..’। প্রাক্তন স্বামীর প্রেমিকার মন্তব্য নজর কেড়েছে নেটপাড়ার।

এছাড়া হৃতিকের সঙ্গেও দারুণ সখ্যতা আরসালানের। চলতি বছরের গোড়ায়, অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন আরসালান। পালটা জবাবে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে বন্ধু বলে সম্বোধন করেন হৃতিক। সাবা-সুজান-আরসালান-হৃতিক, এই চারমূর্তিকে প্রায়ই এক ছাদের নীচে দেখা যায়।

২০০০ সালের ডিসেম্বরে হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সুজান, ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে বন্ধুত্বের সম্পর্কটা আরও অটুট। এমনকি ছেলেদের স্বার্থে এক ছাদের নিচে থাকতেও কুন্ঠাবোধ করেন না তারা।