চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।
অনলাইনে ফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এইচএসসি পরীক্ষার ফল দেখতে পারবে।
প্রতিষ্ঠান ও কেন্দ্র থেকে ফল জানা যাবে
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্র থেকেও শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর
এরপর বার্তাটি 16222 নম্বরে পাঠাতে হবে। এই প্রক্রিয়ায় সহজেই এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে।
ফল পুনর্নিরীক্ষণ আবেদন
ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষায় অংশগ্রহণের পরিসংখ্যান
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলের জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ছিলেন। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল এ গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসে বা প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারছে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে।
জেনে রাখুন-
১. এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হয়েছে?
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর সকাল ১০টায়।
২. অনলাইনে এইচএসসি পরীক্ষার ফল কীভাবে দেখা যাবে?
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফলাফল জানা যাবে।
৩. এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানার নিয়ম কী?
মোবাইলে লিখুন: HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর, তারপর 16222 নম্বরে পাঠান।
৪. ফল পুনর্নিরীক্ষণ আবেদন কবে থেকে শুরু হবে?
১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
৫. এ বছর এইচএসসি পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশ নিয়েছে?
মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।