জুমবাংলা ডেস্ক : চলতি বছরের (২০২৩) এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৫ দশমিক ৯০। গতবারের তুলনায় যা প্রায় ৮ শতাংশ কম। অন্যদিকে জিপিএ–৫ পেয়েছেন ৭৮ হাজার ৫২১ জন। যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক।
আজ রবিবার সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সারা দেশে মোট পরীক্ষার্থী ছিল পৌনে ১৪ লাখ।
ফল খারাপের কারণ কি? এ নিয়ে হচ্ছে নানা আলোচনা। তবে শিক্ষাবোর্ড ও ঢাকার কয়েকটি কলেজের শিক্ষকেরা ফল খারাপের কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
তাঁদের মতে, তিন বছর পর ২০২৩ সালে এসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। কিন্তু প্রস্তুতি নেওয়ার ঘাটতি ছিল। সিলেবাস কিছুটা কমানো হলেও তারা সময় বেশ কম পেয়েছে। কিছু বিষয়ের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে। আবার এসএসসিতে সংক্ষিপ্ত সিলেবাসে তারা পাস করে এসেছে।
২০২০ সালে দেশে মহামারীতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ২০২১ সালের জানুয়ারিতে তাদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। তাতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করে, জিপিএ-৫ পান এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
২০২১ সালের পরীক্ষা শুরুই হয় ডিসেম্বরে, যেখানে মহামারীর আগে স্বাভাবিক সময়ে এপ্রিলে এ পরীক্ষা হতো নিয়মিতভাবে। বিশেষ পরিস্থিতিতে সেবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়।
২০২২ সালের পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা থাকলেও বন্যার কারণে তা আবার পিছিয়ে শুরু হয় ৬ নভেম্বর থেকে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। পরীক্ষা নেওয়া হয় বিষয়, নম্বর ও সময় কমিয়ে।
তিন বছর পর ২০২৩ সালে এসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয় ৭৫ নম্বরে। তবে এবারও বাগড়া দেয় প্রাকৃতিক দুর্যোগ। এমনিতে প্রতিবছর সব বোর্ডের পরীক্ষা একসঙ্গে হলেও এবার প্রবল বৃষ্টি আর ঢলের কারণে তিন বোর্ডের পরীক্ষা শুরু হয় দেরিতে। তা ছাড়া ইংরেজিসহ কয়েকটি বিষয়ে খারাপ করার কারণে ফল খারাপ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।