HTC Wildfire E2 Plus: বড় ব্যাটারির কম দামের ফোন
আজ রাশিয়ার বাজারে লঞ্চ করলো HTC এর নতুন এন্ট্রি লেভেলের ফোন HTC Wildfire E2 Plus। এটি HTC Wildfire E2 ফোনের উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। অক্টা কোর ইউনিসক টাইগার টি৬১০ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ কোয়াড ক্যামেরা ইউনিট ও ৪,৬০০ এমএএইচ ব্যাটারি সহ এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লাস ফোনটি বাজারে পাওয়া যাবে।
HTC Wildfire E2 Plus ফোনের দাম ও স্পেসিফিকেশন
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লাস ফোনের দাম
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লাস রাশিয়ার বাজারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাচ্ছে। এই ফোনটির দাম রাখা হয়েছে ১২,৯৯০ রুবেল (আনুমানিক ১৩,৫০০ টাকা)। তবে আন্তর্জাতিক বাজারে কবে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লাস ফোনটি পাওয়া যাবে সে সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।
HTC Wildfire E2 Plus ফোনের স্পেসিফিকেশন
ডুয়েল সিমের এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লাস ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি+ (৭২০×১৬০০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই এন্ট্রি লেভেল ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর ইউনিসক টাইগার টি৬১০ প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে ফোনটি। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।
HTC Wildfire E2 Plus ফোনে ক্যামেরা হিসাবে রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য HTC Wildfire E2 Plus ফোনে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়া ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রিয়ার প্যানেলে এম্বেড করা হয়েছে এবং ফেস আনলক ফিচারটিরও রয়েছে।
ফোনটি ৪জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, এ-জিপিএস ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক সহ পাওয়া যাবে।
এক সময়ের তুমুল জনপ্রিয় HTC একন মৃত প্রায় অবস্থায় আছে। মাঝে মধ্যেই কম বাজেটে ফোন নিয়ে মার্কেটে আসে। আশা করি তার নতুন করে সম-সাময়িক ভালো মানের ফোন নিয়ে আসবে আমাদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।