দীর্ঘ বিরতির পর আবারও স্মার্টফোন মার্কেটে ফিরল এইচটিসি। থাইল্যান্ডে সংস্থা উন্মোচন করেছে তাদের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন HTC Wildfire E4 Plus। সে দেশের বাজারে এর দাম রাখা হয়েছে ৩,৫৯৯ থাই বাত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৭৭০ টাকা। ফোনটি ব্ল্যাক ও লাইট ব্লু – দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। কম বাজেটে আধুনিক ফিচার দেওয়ার লক্ষ্যে এই ফোন বাজারে আনা হয়েছে।
HTC Wildfire E4 Plus: ডিসপ্লে ও পারফরম্যান্স
ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির HD+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর বড় স্ক্রিনে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে আরও উন্নত। এতে আছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T606 চিপসেট।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য, HTC Wildfire E4 Plus-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম –
- প্রধান সেন্সর: ৫০ মেগাপিক্সেল (LED ফ্ল্যাশসহ)
- ডেপথ সেন্সর: ০.৩ মেগাপিক্সেল
সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভালো আলো ও ডিটেইল ধরে রাখতে সক্ষম।
ব্যাটারি ও চার্জিং
ডিভাইসটিতে রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারযোগ্য হওয়ায় এটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।
সফটওয়্যার ও অন্যান্য ফিচার
HTC Wildfire E4 Plus অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। নিরাপত্তার জন্য রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির ক্ষেত্রে আছে LTE, Wi-Fi 802.11, ব্লুটুথ এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
ফোনটির ওজন ২০০ গ্রাম এবং মাপ ১৬৮.৫ x ৭৭.৯ x ৯.৪ মিমি। কম দামে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারের সমন্বয়ে HTC Wildfire E4 Plus এন্ট্রি-লেভেল স্মার্টফোন সেগমেন্টে প্রতিযোগিতায় নজর কাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।