স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় শীর্ষস্থানের জন্য লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। লেভারকুসেনের চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকলেও লড়াইয়ে খুব একটা পিছিয়ে নেই বায়ার্ন। উলফসবার্গকে হারিয়ে সেই ব্যবধান আরেকটু কমাল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন জামাল মুসিয়ালা এবং হ্যারি কেইন।
এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল বায়ার্ন। শীর্ষে থাকা লেভারকুসেনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৪। তবে লেভারকুসেনের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে বায়ার্ন।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে বায়ার্ন। ৩৩ মিনিটে দলটিকে লিড এনে দেন জামাল। ১২ মিনিটের ব্যবধানে সেটাকে দ্বিগুণ করেন হ্যারি কেইন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি উলফসবার্গ।
এদিকে, লিগ ওয়ানে ধারাবাহিকতা বজায় রেখেছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মেটজকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে ঘরের মাঠে মেটজকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পের জোড়া গোল ছাড়াও প্যারিসিয়ানদের হয়ে জালের দেখা পেয়েছেন ভিটিনহা। এই জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লুই এনরিকের দল।
নিজেদের মাঠে প্রথমার্ধে দাপট দেখালেও জালের দেখা পায়নি পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণকে রীতিমতো ছিন্নভিন্ন করেছেন এমবাপ্পে-ভিটিনহারা। প্রথম গোলটি করেন ভিটিনহা, ৪৯ মিনিটে। ১১ মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করেন এমবাপ্পে।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ৭২ মিনিটে ব্যবধান কমান মেটজের ডিফেন্ডার ম্যাথিউ উদল। তবে ৮৩ মিনিটে এমবাপ্পে আবার গোল করলে হার নিশ্চিত হয়ে যায় সফরকারীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।