Huawei তাদের বড় প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট সম্পর্কে অফিসিয়ালি জানিয়েছে। আগামী 4 সেপ্টেম্বর হোম মার্কেট চীনে দুপুর 2:30 টা সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানি তাদের নতুন ফ্ল্যাগশিপ ট্রাই-ফোল্ডেবল Huawei Mate XTs Ultimate Design স্মার্টফোন, FreeBuds 7i ইয়ারবাড এবং MateTV স্মার্ট স্ক্রিন লঞ্চ করবে। আগেই Mate XTs Ultimate Design স্মার্টফোন এবং FreeBuds 7i ইয়ারবাডের প্রি-সেল শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির এটি নতুন ট্রাই-ফোল্ডেবল Huawei Mate XTs Ultimate Design স্মার্টফোন। এই স্মার্টফোনটি কোম্পানির দ্বিতীয় ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন, যা ডিজাইন এবং ফিচারের দিক দিয়ে আরও বড় আপগ্রেড সহ লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটির ডিজাইন আগের Mate XT স্মার্টফোনের মতো দেখাচ্ছে।
তবে এই স্মার্টফোনটিতে হোয়াইট লেদার ব্যাক প্যানেল, গোল্ডেন এক্সেন্টস এবং ‘Ultimate Design’ ব্র্যান্ডিং রয়েছে। একইসঙ্গে এটি নতুন Hibiscus Purple কালার অপশনে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি ব্ল্যাক, রেড, হোয়াইট এবং পার্পলের মতো মোট চারটি কালার অপশনে পেশ করা হতে পারে।
ইমেজের মাধ্যমে দেখা গেছে আসন্ন স্মার্টফোনের রেয়ার প্যানেলে একটি অক্টাগোনাল শেপের চারটি সেন্সর সহ ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড, পেরিস্কোপ টেলিফটো এবং নতুন Red Maple Primary Color ক্যামেরা থাকবে। এই মডিউলে মাল্টিস্পেকট্রাল সেন্সর রয়েছে, যা বেশি ব্যান্ডের আলো ক্যাপচার করে রিয়াল কালারকে আরও ভালোভাবে ক্যাপচার করতে সক্ষম।
রিপোর্ট অনুযায়ী আপকামিং Mate XTs স্মার্টফোনে নতুন Huawei Kirin 9020 চিপসেট দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটিতে 1+3+4 CPU লেআউট থাকবে। এই প্রসেসরে 2.5GHz ক্লক স্পীডযুক্ত প্রাইম Taishan কোর, তিনটি 2.15GHz ক্লক স্পীডযুক্ত মিড কোর এবং চারটি 1.6GHz ক্লক স্পীডযুক্ত ইফিশিয়েন্সি কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Maleoon 920 GPU (840MHz ক্লক স্পীড) যোগ করা হতে পারে।
এছাড়া স্মার্টফোনটিতে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে বলে জানা গেছে। এই প্রথম ট্রাই-ফোল্ডেবল Mate XTs স্মার্টফোনে স্টাইলাস দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর সাহায্যে ইউজাররা ডকুমেন্টে নোট বা অ্যানোটেশনের মতো কাজগুলি খুব সহজেই করতে পারবেন। আপকামিং স্মার্টফোনেটি 16GB RAM সহ 256GB, 512GB এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হতে পারে।
আগেই Huawei চীনে তাদের ট্রাই-ফোল্ডেবল Mate XTs Ultimate Design স্মার্টফোন এবং FreeBuds 7i ইয়ারবাডের প্রি-সেল শুরু করে দিয়েছে। তাই চীনে ইউজাররা নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোন কিনতে চাইলে বুক করতে পারবেন। এই স্মার্টফোনটিতে একইসঙ্গে স্মার্টফোন ও ট্যাবলেট উপভোগ করা যাবে।
তবে আগের মডেলর চেয়ে Huawei Mate XT স্মার্টফোনের দাম আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। যারা প্রিমিয়াম স্মার্টফোন ব্যাবহার করতে পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে।
যেসব ইউজাররা দাম সম্পর্কে খুব একটা চিন্তা করেন না এবং সবসময় কিছু আলাদা রাখার কথা ভাবেন, সেইসব ইউজারদের জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আগামী 4 সেপ্টেম্বর লঞ্চের দিন এই বিষয়ে সম্পূর্ণ ডিটেইলস জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।