বিজ্ঞান ও প্রযুক্তি : হুয়াওয়ের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের ফোর-জি, কৃত্তিম বুদ্ধিমত্তা ও মাইক্রো প্রসেসর চিপসহ প্রায় সব প্রযুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছে চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
এখন থেকে এসব প্রযুক্তি সংশ্লিষ্ট কোনো পণ্য বা সেবা হুয়াওয়ের কাছে বিক্রি বা লেনদেন করতে পারবে না দেশটির কোনো প্রতিষ্ঠান।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, লাইসেন্স থাকা সাপেক্ষে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখার যে সুযোগ যুক্তরাষ্ট্রে ছিল সেটি বাতিল করেছে বাইডেন প্রশাসন।
কিন্তু এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো মতামত আসেনি। তবে পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এমন তিন ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।