১৪ দিনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে বাজারে আসছে হুয়াওয়ে ব্যান্ড-৮

হুয়াওয়ে ব্যান্ড ৮

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে ব্যান্ড ৮ স্মার্টওয়াচ নিয়ে এসেছে হুয়াওয়ে। কোম্পানিটির দাবি, হালনাগাদ প্রযুক্তির স্মার্টওয়াচটির ব্যাটারির স্থায়িত্ব হবে ১৪ দিন। এছাড়া ব্যবহারকারীর হৃদস্পন্দন, রক্তচাপ ও ঘুম পর্যবেক্ষণের বেশকিছু ফিচারও এতে যুক্ত করা হয়েছে।

হুয়াওয়ে ব্যান্ড ৮

চীনের বাজারে আসার প্রায় এক বছর পর স্মার্টওয়াচটি ভারতে আনল হুয়াওয়ে। ২০২১ সালে ভারতে প্রথম ব্যান্ড ৬ স্মার্টওয়াচ এনেছিল কোম্পানিটি। এরপর ব্যান্ড ৭ না এলেও একবারে ব্যান্ড ৮ উন্মোচন করেছে হুয়াওয়ে। ব্যান্ড ৮-এ থাকছে ১ দশমিক ৪৭ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন। এর রেজল্যুশন ১৯৪×৩৬৮ পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি ২৮২ পিপিআই। ব্যবহারকারীরা তাদের পোশাকের সঙ্গে মিলিয়ে ডায়াল বেছে নিতে পারবেন। ৫০ মিটার গভীরে ডোবালেও স্মার্টওয়াচটিতে পানি প্রবেশ করবে না।

ওয়াচটির মূল ফিচার হৃৎস্পন্দন পর্যবেক্ষণ করা। ২৪ ঘণ্টা হৃৎস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা যাবে এ স্মার্টওয়াচের মাধ্যমে। হৃৎস্পন্দন পর্যবেক্ষণের জন্য হুয়াওয়ে ট্রুসিন ৫.০, ঘুম পর্যবেক্ষণে হুয়াওয়ে ট্রুস্লিপ ৩.০ এবং মানসিক চাপ পর্যবেক্ষণে হুয়াওয়ে ট্রুরিল্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাসিক চক্র পর্যবেক্ষণের ব্যবস্থাও রয়েছে এ স্মার্টওয়াচে।

১০০টি ব্যায়ামের ধরন রয়েছে ব্যান্ড ৮-এ; যার মধ্যে আছে দৌড়ানো, সাইকেল চালানো ও দড়ি স্কিপিংয়ের মতো ১১টি পেশাদার মোড এবং ফিটনেস সম্পর্কিত বিভিন্ন মোড। বল গেম ও নাচের মোডও আছে এ স্মার্টওয়াচে।

টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

ব্যান্ড ৮-এর ব্যাটারির স্থায়িত্ব হবে ১৪ দিন এবং আগের মডেলগুলোর তুলনায় ৩০ শতাংশ দ্রুত চার্জ হয়। স্মার্টওয়াচটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪৫ মিনিট। মিডনাইট ব্ল্যাক ও সাকুরা পিংক রঙের ব্যান্ড-৮ পাওয়া যাচ্ছে বাজারে। ফ্লিপকার্টে এর মূল্য ৪ হাজার ৬৯৯ রুপি।