বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল কোম্পানি Huawei তাদের হোম মার্কেট চীনে নতুন বাজেট স্মার্টফোন হিসাবে Huawei Enjoy 70 লঞ্চ করেছে। কম দামের এই ফোনে ইউনিক ডিজাইনের সঙ্গে 8GB RAM, 6,000mAh ব্যাটারি, 6.75 ইঞ্চির ডিসপ্লে, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সহ বেশ কিছু সুন্দর ফিচার ব্যাবহার করা যায়। নিচে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।
Huawei Enjoy 70 এর দাম : কোম্পানি তাদের Huawei Enjoy 70 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করেছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 14,154 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
ফোনটির 8GB RAM + 256GB মেমরি মডেলের দাম রাখা হয়েছে 1,399 ইউয়ান অর্থাৎ প্রায় 16,454 টাকা। এই ফোনটি ব্রিলিয়ান্ট ব্ল্যাক, স্নোয়ি হোয়াইট এবং এমারেল্ড গ্রীন কালারে সেল করা হবে।
Huawei Enjoy 70 এর স্পেসিফিকেশন 6.75 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে 70 কিরিন 710এ চিপসেট 8GB RAM + 256GB স্টোরেজ 6,000mAh ব্যাটারি 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা হার্মনি ওএস 4
ডিসপ্লে – Huawei Enjoy 70 ফোনে টিয়ার ড্রপ নচ সহ এইচডি+ এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
প্রসেসর – এই ফোনে 70 কিরিন 710এ চিপসেট যোগ করা হয়েছে। এটি খুব পাওয়ারফুল চিপসেট না হলেও এন্ট্রি লেভেল পারফরমেন্স দিতে সক্ষম।
স্টোরেজ – এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ব্যাটারি – Huawei Enjoy 70 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।
ক্যামেরা – এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
অন্যান্য – এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
এছাড়াও এই ফোনে একটি ফিজিক্যাল ‘এনজয় এক্স’ বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে সবচেয়ে বেশি ব্যাবহৃত নয়টি অ্যাপ সেট করা যায়। ওএস – Huawei Enjoy 70 ফোনটি হার্মনি ওএস 4 এ কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।