বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড হুয়াই তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Huawei Hi Nova 12z নামে বাজারে আনা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি সম্পূর্ণ ডিটেইলস সহ লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির স্টাইলিশ লুক এবং শক্তিশালী ক্যামেরা ডিপার্টমেন্ট। এই পোস্টে লেটেস্ট Huawei Hi Nova 12z ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Huawei Hi Nova 12z ফোনের ছবি
Huawei Hi Nova 12z ফোনের স্পেসিফিকেশন
6.67″ FHD+ OLED Display
8GB RAM + 256GB storage
108MP Dual Rear Camera
32MP Selfie Camera
4,500mAh Battery
66W SuperCharge
ডিসপ্লে: Huawei Hi Nova 12z ফোনে 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 10 টাচ পয়েন্ট মাল্টি টাচ স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি। এছাড়াও এই স্ক্রিন 1.07 বিলিয়ন কালার, 100% P3 কালার গামুট এবং 395PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
পারফরমেন্স: এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এখনও পর্যন্ত ফোনটির প্রসেসর সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি, তবে এতে অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: Huawei Hi Nova 12z ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 66W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 36 মিনিটের মধ্যে 0% থেকে 100% চার্জ হতে সক্ষম।
Huawei Hi Nova 12z ফোনের দাম
চীনে Huawei Hi Nova 12z ফোনটি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 2,199 yuan , ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 26 হাজার টাকার কাছাকাছি। এই লেটেস্ট ফোনটি ভারতে লঞ্চ করা হবে না এবং আপাতত শুধুমাত্র চীনেই সেল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।