বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ২০২৪ সালের ডিসেম্বর মাসে Huawei তাদের Nova 13 সিরিজের অধীনে Huawei Nova 13 এবং Huawei Nova 13 Pro স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে অধীনে আরও একটি নতুন Huawei Nova 13i স্মার্টফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসর এবং 8GB RAM সহ পেশ করা হয়েছে।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Huawei Nova 13i স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Huawei Nova 13i এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Huawei Nova 13i স্মার্টফোনটিতে 1080 × 2388 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট এবং 270হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 16.7মিলিয়ন কালার সাপোর্ট করে।
প্রসেসর: নতুন Huawei ফোনটি অ্যান্ড্রয়েড এবং EMUI 14.2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.9GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: গ্লোবাল বাজারে Huawei Nova 13i ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। ম্যাক্সিকোতে ফোনটি 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে সেল করা হবে। জানিয়ে রাখি ভারতীয় বাজারে Huawei ফোনটি লঞ্চ করা হবে না।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Nova 13i ফোনটিতে 40ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Huawei Nova 13i ফোনটিতে NFC সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটির জন্য ফোনে 5GHz ওয়াইফাই এবং Bluetooth 5.0 ও সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Huawei Nova 13i এর দাম
মেক্সিকান ওয়েবসাইটে Huawei Nova 13i ফোনটি 256জিবি ভেরিয়েন্ট সেল করা হচ্ছে। এই ফোনের দাম MXN 5,999 অর্থাৎ প্রায় 25,100 টাকা রাখা হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি Blue এবং White মতো কালার অপশনে সেল করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।