২০১৯ সালে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর তাদের শত প্রতিকূলতা সহ্য করতে হয়। এতকিছুর পরেও হুয়াওয়ে তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট-৭০ রিলিজ করার মাধ্যমে নিজেদের শক্তিমত্তার কথা জানান দিচ্ছে। সেপ্টেম্বরের দিকে ফোনটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অপারেটিং সিস্টেম। নতুন HarmonyOS NEXT গ্রাহকদের স্মার্ট ও স্মুধ এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। আগের অপারেটিং সিস্টেম থেকে এটি বেশ বেটার হবে। ডিভাইসটি নতুন কিরিন চিপসেট দ্বারা পরিচালিত হবে। এর ফলে আপনি টপ লেভেল পারফরম্যান্স আশা করতে পারেন। খুব দ্রুত গতিতে সব ধরনের কাজ আপনি চালিয়ে যেতে পারবেন। অ্যাপস এবং গেমস স্মুথলি রান করবে।
ক্যামেরা ফিচার এর মাধ্যমে স্মার্টফোনটি আপনাকে ইমপ্রেস করবে। স্মার্টফোনে নতুন ৫০ মেগাপিক্সেল সেন্সর বসানো হয়েছে। আগের ফোন থেকে এটি বেশ বড় একটি আপগ্রেড। এমনকি রাতের বেলাতে কম আলোতে স্মার্টফোনটির ক্যামেরা ভাল ছবি তুলতে সক্ষম।
ক্যামেরা সফটওয়্যার এর দিক থেকে huawei যথেষ্ট উন্নতি সাধন করেছে। প্রায় সবদিক থেকে এভাবে এডভান্স ফিচার ব্যবহার করার মাধ্যমে মোবাইল প্রযুক্তিতে অন্য সবাইকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এ জনপ্রিয় ব্র্যান্ড। সেপ্টেম্বরের দিকে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে।
তবে নতুন স্মার্টফোনের ইউজার ইন্টারফেস বা অপারেটিং সিস্টেম হচ্ছে সবথেকে চমকপ্রদ ফিচার। তাছাড়া নতুন কিরিন চিপসেট নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ফোনটিতে ৫জি কানেকশনের সাপোর্ট থাকবে। নয়া ইনোভেশনের সর্বশেষ দৃষ্টান্ত হতে যাচ্ছে mate 70 সিরিজের স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।