বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চিনের টেক জায়ান্ট Huawei তাদের নতুন স্মার্টফোন সিরিজ Huawei Mate 70 বাজারে নিয়ে এসেছে। আর নয়া ফোনে এমন একাধিক আধুনিক এবং শক্তিশালী ফিচার রয়েছে যা আই ফোনে থাকা ফিচারকে অনায়াসে টেক্কা দিচ্ছে। আর ওই অবিশ্বাস্য ফিচারের জন্য নতুন ফোনটি শোরগোল ফেলে দিয়েছে। Huawei Mate 70 সিরিজ-এ রয়েছে চারটি মডেল— Mate 70, Mate 70 Pro, Mate 70 Pro+ এবং Mate 70 RS।
এই ফোনগুলোর সবচেয়ে বড় আকর্ষণ এর 6.9-inch OLED ডিসপ্লে, যা চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স দেয়। ফোনগুলো HarmonyOS 4.3 অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য রয়েছে 50 মেগাপিক্সেলের প্রধান সেন্সর, 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সাথে 5700 mAh-এর শক্তিশালী ব্যাটারি।
তবে সবচেয়ে আলোচিত ফিচার হলো AI Gesture AirDrop। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা কোনো ফাইল এক ফোন থেকে আরেক ফোনে শুধুমাত্র হাতের ইশারায় ট্রান্সফার করতে পারবেন। এই ফিচারটি কাজ করে HarmonyOS NEXT OS-এর উপর ভিত্তি করে এবং ফোনের ক্যামেরা এই ফিচারটিকে সুন্দর ভাবে চালনা করে।
বর্তমানে এই স্মার্টফোন সিরিজ শুধুমাত্র চিনের বাজারে পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে 5499 ইউয়ান (প্রায় 64,000 টাকা) থেকে। Mate 70 Pro এর দাম 6499 ইউয়ান (প্রায় 75,700 টাকা), আর Mate 70 Pro+ এবং Mate 70 RS এর দাম যথাক্রমে 8499 ইউয়ান (প্রায় 99,000 টাকা) এবং 11,999 ইউয়ান (প্রায় 1,39,700 টাকা)।
শাড়ি পরে লাস্যময়ী কায়দায় দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
Huawei-এর এই নতুন AI Gesture ফিচারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ব্যবহারকারীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। অ্যাপলের AirDrop-এর চেয়েও এটি সহজ এবং দ্রুত। আশা করা হচ্ছে, এই ধরনের ফিচার ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডেও দেখা যাবে। Huawei Mate 70 সিরিজ এক কথায় প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।