বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ে চলতি মাসেই বাজারে আনতে চলেছে তাদের আপকামিং হুয়াওয়ে মেট এক্সএস ২ফোল্ডেবল স্মার্টফোনটি। নতুন হুয়াওয়ে মেট এক্সএস ২ -এ নতুন ডিজাইনের ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে হুয়াওয়ে । নতুন ফোনের থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনি ওএস ২.০.১ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI ১১ স্কিন চলবে।
সংস্থার তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে আগামী ২৮ এপ্রিল চীনে এই বহু প্রতীক্ষিত ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। হুয়াওয়ে মেট এক্সএস২ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া হুয়াওয়ে মেট এক্সএস -এর উত্তরসূরি হিসেবে আসবে।
ফোনের সামনে সেলফি ক্যমেরার জন্য একটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখিয়েছে। হুয়াওয়ে মেট এক্সএস২ ৫০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার জানিয়েছেন, হুয়াওয়ের এই আসন্ন ফোল্ডেবল ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল- এই তিনটি কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে, এই ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিসপ্লের সুরক্ষা নিশ্চিত করতে হুয়াওয়ে সাম্প্রতিক ফোল্ডেবল ফোনে একাধিক বাফার লেয়ার যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
হুয়াওয়ে মেট এক্সএস ২ ফোনে পারফরম্যান্সের জন্য কিরিন ৯০০০ ৪জি প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই তালিকায় প্রকাশ করা হয় যে, আসন্ন ফোনটিতে ডুয়েল-সিম সাপোর্ট সহ ৪জি সংযোগ থাকবে।
এছাড়াও হুয়াওয়ে মেট এক্সএস ২-এ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে, যার মধ্যে অবস্থান করবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। আবার প্রাইমারি লেন্সের সাথে এই ক্যামেরা সেটআপে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।