বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফুল এইচডি প্লাস ডিসপ্লেসহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটির মডেল হুয়াওয়ে নোভা ১০ এসই। আগে এই সিরিজের অধীনে আরও দুইটি ফোন বাজারে এনেছে হুয়াওয়ে। নোভা ১০ এবং নোভা ১০ প্রো।
হুয়াওয়ে নোভা ১০ এসই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেট। ২০:৯ এসপেক্ট রেশিও রয়েছে ফোনে। ফাইভজি চালিত এই ফোনে রয়েছে কোয়ালকমের এসএম৭৩২৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই কাস্টম স্কিন।
ফটোগ্রাফির জন্য হুয়াওয়ের নতুন ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
৮ জিবি র্যামের ফোনটিতে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। আপতত আফ্রিকার বাজারে ফোনটি পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য জানা সম্ভব হয়নি।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি মধ্যে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।
একনজরে হুয়াওয়ে নোভা ১০ এসই এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে
প্রসেসর: কোয়ালকম এসএম৭৩২৫ প্রসেসর
র্যাম: ৮ জিবি
স্টোরেজ: ২৬৫ জিবি
ব্যাক ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
চার্জার: ৬৬ ওয়াট ফাস্ট চার্জার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।