বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Huawei টেক মার্কেটে সবচেয়ে পুরনো কোম্পানিগুলির মধ্যে অন্যতম। বর্তমানে ভারতে এই কোম্পানি তাদের ডিভাইস সেল না করলেও চীন ও গ্লোবাল মার্কেটে এই ব্র্যান্ডের স্মার্টফোন যথেষ্ট জনপ্রিয়। এবার কোম্পানির পক্ষ থেকে Huawei nova 11 SE নামের একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে, যা এটির ক্যামেরা সেগমেন্টের জন্য সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই ফোনের স্পেসিফিকেশন, ফিচার, দাম এবং সেল সম্পর্কে নিচে জানানো হল।
Huawei nova 11 SE এর স্পেসিফিকেশন
6.67″ FHD+ OLED Screen
Qualcomm Snapdragon 680
108MP Rear Camera
32MP Selfie Camera
66W 4,500mAh battery
ডিসপ্লে: Huawei nova 11 SE ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে।
স্টোরেজ: চীনে Huawei nova 11 SE ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপলরেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে মাত্র 32 মিনিটের মধ্যে ফোনের ব্যাটারি 0 থেকে 100% শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
অন্যান্য: এই ফোনে under-display fingerprint scanner এবং NFC রয়েছে। এছাড়াও এই ফোনটি Bluetooth 5.0 সাপোর্ট করে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং হার্মনি ওএস 4 এ কাজ করে।
Huawei nova 11 SE এর দাম
চীনে Huawei nova 11 SE ফোনের 256জিবি মেমরি ভেরিয়েন্ট CNY 1999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 22,700 টাকার কাছাকাছি। একইভাবে এই ফোনের 512জিবি স্টোরেজ CNY 2199 অর্থাৎ 25,000 টাকা দামে সেল করা হবে। চীনে এই ফোনটি Green, White এবং Black কালারে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।