চীনের বাজারে নোভা সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি নোভা ৮এসই নামে এটি বাজারে নিয়ে এসেছে। এর আগে নোভা সিরিজের বেশ কয়েকটি ফোন হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছিল, যার মধ্যে নোভা ৮এসই ইয়থ, নোভা ৮এসই ফাইভজি (ডাইমেনসিটি ৭২০) ও নোভা ৮এসই ফাইভজি (ডাইমেনসিটি ৮০০ইউ)।
Huawei nova 8 SE 4G স্মার্টফোনে ৬ দশমিক ৫ ইঞ্চির ওলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল ও টিয়ারড্রপ নচ দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১০৮০–২৪০০ পিক্সেল, পিস্কেল ডেনসিটি ৪০৩ পিপিআই। হুয়াওয়ে নোভা ৮এসই ফোনটিতে ডিসিআই-পিথ্রি কালার গ্যামট ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
নোভা ৮এসই ফোরজি স্মার্টফোনটিতে কিরিনের অক্টা-কোর ৭১০এ চিপসেট ব্যবহার করেছে হুয়াওয়ে। পাশাপাশি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে মালির জি৫১ ইউনিট রয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। তবে স্টোরেজ বাড়ানোর জন্য এতে কোনো কার্ড ব্যবহারের সুবিধা দেয়া হয়নি। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসটিতে হারমনি ওএস দেয়া হয়েছে।
Huawei nova 8 SE স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে ১ দশমিক ৯ অ্যাপারচারের ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। কানেক্টিভিটির দিক থেকে হুয়াওয়ে নোভা ৮এসই স্মার্টফোনটিতে ফোরজি এলটিই, ৮০২.১১ এ/বি/জি/এন/এসি সংবলিত ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.১, ইউএসবি টাইপ-সি ও ইউএসবি ওটিজি রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ব্যবহারকারীরা হেডফোন যুক্ত করতে পারবেন।
Huawei nova 8 SE ফোরজি স্মার্টফোনে জিপিএস, এ-জিপিএস, গ্লোনাস, বেইদু, গ্যালিলেও, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জায়রোস্কোপ ও গ্র্যাভিটি সেন্সর রয়েছে।
ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটি কিছুটা দুর্বল। হুয়াওয়ে নোভা ৮এসই ফোনটিতে মাত্র ৩ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং দেয়া হয়েছে। কালো, সাদা, সিলভার ও নীল রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ২ হাজার ৯৯ ইউয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।