বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের স্মার্টঘড়ি নিয়ে এসেছে হুয়াওয়ে। ‘ওয়াচ জিটি ৩’ মডেলের স্মার্টঘড়িটি ৫০ মিটার পানির নিচেও ব্যবহার করা যায়। এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। আবার চার্জ করতে ভুলে গেলেও সমস্যা নেই, ফোন থেকেও চার্জ করা যায় ঘড়িটি।
হরমনি ২.১ অপারেটিং সিস্টেমে চলা ‘জিটি ৩’ মডেলের স্মার্টঘড়ি দিয়ে ফোনকলও করা যায়। ফোনে আসা বার্তার তথ্যও জানান দিতে পারে স্মার্টঘড়িটি। গান শোনা ছাড়াও স্মার্টঘড়িটি কাজে লাগিয়ে ব্যায়ামের সময় ক্যালরি খরচের তথ্যও জানা যায়।
ঘড়িটিতে হুয়াওয়ের ট্রুসিনটিম ৫.০+ হার্ট রেট মনিটরিং প্রযুক্তি থাকায় হৃৎস্পন্দনের তথ্য জানার সুযোগ আছে। শক্তিশালী ব্যাটারি থাকায় চার্জ নিয়েও খুব বেশি চিন্তা নেই। একবার চার্জ দিলেই টানা ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
১.৪৩ ইঞ্চি পর্দার অ্যামোলয়েড স্ক্রিনের স্মার্টঘড়িটিতে ৩২৬ ঘনত্বের ৪৬৬ বাই ৪৬৬ পিক্সেলের রেজল্যুশনে ছবি দেখা যায়। স্মার্টঘড়িটিতে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি থেকেও বিভিন্ন অ্যাপ ইনস্টল করে ব্যবহার করা যায়। দেশের বাজার থেকে ২৩ হাজার ৯৯৯ টাকায় কেনা যাবে ঘড়িটি।
হুয়াওয়ে ওয়াচ জিটি ৩-তে অ্যাক্সিলোমিটার, জাইরো, হার্টরেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং শরীরের তাপমাত্রা মাপার থার্মোমিটার সেন্সরসহ ব্লুটুথ ৫.১ এবং জিপিএস ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।