আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান চিত্রগ্রাহক স্টিভ ম্যাককারি সম্প্রতি এক আফগান শরণার্থীর ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। যে ছবি দেখে অনেক নেটিজেনই পড়েছেন বিভ্রান্তিতে। খবর এনডিটিভি।
কারণ, ওই ছবি দেখতে হুবহু বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো। স্টিভ ম্যাককারির তোলা ওই ছবিতে যে লোকটিকে হুবহু অমিতাভের মতো লাগছে তার নাম সবুজ। তিনি মূলত পাকিস্তানে আশ্রয় নেয়া এক আফগান শরণার্থী।
ম্যাককারি যখন তার ছবি তোলেন, তখন ওই শরণার্থীর মাথায় পাগড়ি ছিল। চোখে ছিল চশমা। এই চশমার আবার একটি কাচ নেই। এই বেশভূষা প্রায়ই মিলে যায় অমিতাভ অভিনীত ঠগস অব হিন্দুস্তানে তার অভিনীত চরিত্রের সঙ্গে। বেশ কয়েক বছর আগে তোলা এই ছবিটি প্রথম আলোচনায় এসেছিল ২০১৮ সালে। সম্প্রতি আবারও ছবিটি নেটমাধ্যমে সাড়া ফেলেছে।
ম্যাককারির ইনস্টাগ্রামে ওই শেয়ার করা ছবির লাইক ৭৫ হাজার ছাড়িয়েছে। কমেন্টেসে কেউ কেউ বলেছেন, ‘স্টিভ যার ছবি তুলেছে তিনি কি সত্যি বিগ বি?’ অনেকে আবার লিখেছেন, এটা কি অভিতাভ বচ্চনের নতুন কোনো ছবির লুক কি না।
এত কমেন্টের কারণে শেষে স্টিভ ম্যাককারি নিজেই বিষয়টি সবার কাছে খোলাসা করেন। এ বিষয়ে তিনি বলেন, এই ছবি ৬৮ বছর বয়সী এক আফগান শরণার্থীর। অমিতাভের সিনেমার সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।