হুবহু মানুষের মতো সবুজ টিয়ার সঙ্গে কথা বলছে ধূসর টিয়া পাখি

টিয়া পাখি

জুমবাংলা ডেস্ক : পৃথিবীতে এমন খুব প্রাণীই রয়েছে যারা মানুষের কথা বুঝতে ও বলতে পারে। আর সেই সমস্ত প্রাণীদের তালিকায় রয়েছে টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিদের নাম। যদিও কখনো কখনো শালিক পাখিদেরও দেখা যায় হুবহু মানুষের ন্যায় কথা বলতে। তবে টিয়া পাখিরা মানুষের ন্যায় কথা বলতে খুবই পটু।

টিয়া পাখি

টিয়া বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। যাদের মধ্যে চন্দনা, সবুজ টিয়া, কালো মাথা টিয়া ও হীরামন উল্লেখযোগ্য। আমাদের দেশে বিশেষ করে সবুজ টিয়া সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে এখন বিদেশ থেকেও বহু প্রজাতির টিয়া আমদানি করা হয়। যেগুলোর মধ্যে ধূসর টিয়া উল্লেখযোগ্য।

সাধারণত এ ধরনের ধূসর টিয়া বা ‘গ্ৰে প্যারট’ আফ্রিকার কঙ্গো অববাহিকায় দেখতে পাওয়া যায়। এরা খুবই নিপুনতার সহিত মানুষের ন্যায় কথা বলতে পারে। যার কারণে অনেকেই বাড়িতে এই প্রজাতির টিয়া পোষেন। এই প্রজাতির টিয়াদের স্মৃতিশক্তিও অন্যান্য টিয়া পাখিদের তুলনায় বেশি। যেকোনো মানুষের বলা কথা তারা মনে রাখতে সক্ষম। এই টিয়া পাখিদের বহু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। যেগুলোর মধ্যে ২০১৫ সালে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ জনপ্রিয়।

২০১৫ সালে ‘গ্লেনা ডুরাম’ নামক এক মহিলা তাঁর স্বামী ‘মার্টিন’-কে নিজের পোষ্য টিয়ার সামনে গুলি করে হত্যা করে। পরবর্তীতে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা শেষমেষ সফল হয়নি। মার্টিনের তদন্ত শুরু হলে তাঁদের পোষা ‘আফ্রিকান টিয়া’-টিকে মার্টিনের গলা নকল করে ‘ডোন্ট শুট’ বলতে শোনা যায়। ‌আর এই ঘটনাটিকে নিয়ে নিউজ চ্যানেলে তোলপাড় শুরু হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেরকমই একটি ‘ধূসর টিয়া’ ও ‘সবুজ টিয়া’র একটি কথোপকথনের ভিডিও।

রুক্মিণী নন, ব্যোমকেশ দেবের সত্যবতী হচ্ছেন এই অভিনেত্রী

যেখানে দুটো টিয়া পাখিকে দেখা যাচ্ছে একটি খাটের উপর বসে থাকতে। আর তারা দুজনেই একে অপরের সাথে নিজেদের ভাষায় বাক্য বিনিময় করছে। সম্প্রতি এই ভিডিওটি ‘প্যারট প্যারাডাইস’ একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। যা বর্তমানে পৌঁছে গিয়েছে প্রায় ২৫ মিলিয়ন মানুষের কাছে। অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষ এই ভিডিওটিকে দেখে ফেলেছেন ইউটিউবে। আর ভিডিওটিকে দেখে কমেন্ট সেকশনে পাখি দুটোকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ।