ট্রেডমিলে উঠে হুবহু মানুষের মতো ওয়ার্ক-আউট করছে সাদা হাঁস

হাঁস

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আশেপাশে এমন অনেক ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে যে গুলি সাধারণত আপাতদৃষ্টিতে খালি চোখে দেখা যায় না। সাধারণ মানুষ থেকে শুরু করে জীবজন্তু সবকিছুর ভিডিওই এখানে আমরা দেখতে পাই।

হাঁস

পূর্ববর্তী সময়ে স্মার্টফোনের ব্যবহার সহজলভ্য না হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এতটা প্রচলিত ছিল না। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথেই এটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। আজকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত মানুষের সঙ্গী হয়ে রয়েছে নেট মাধ্যম। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়াতে একটি অবাক করা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। সাধারণত হাঁসের মতো প্রাণীরা

জলে চলাচল করে থাকে। কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রেডমিলে হাঁটছে হাঁস। প্রথমে সাদা রঙের এই হংসরাজটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ট্রেডমিলের সামনে। অতঃপর ট্রেডমিল চলতে শুরু করলে হাসবাবাজিও উল্টো পায়ে হাঁটতে থাকে তার সাথে তাল মিলিয়ে।

হাঁসটির এই ধরনের কান্ড কারখানা দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। Viral Yt নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। প্রায় 60 হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। ভাইরাল এই ভিডিওটির কমেন্ট বক্স দেখলে যে কোন মানুষ হাসতে বাধ্য হবেন।

YouTube video player

গোটা কমেন্ট বক্সটাই নানান ধরনের মজাদার কমেন্টে ভরে রয়েছে। এরমধ্যেই এক জনৈক নেটিজেন কমেন্ট করেছেন যে,”তাহলে মাইকেল জ্যাকসন এভাবেই নাচ শিখেছিল”। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিওটি চাইলে আপনারাও দেখে নিতে পারেন।