আন্তর্জাতিক ডেস্ক : দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত সোমবার (১০ জুলাই) যে হার ৩ শতাংশেরও বেশি। বিগত ৯ মাসের মধ্যে যা সর্বনিম্ন। খনিজ সম্পদ ভিত্তিক বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম মাইনিং ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সম্প্রতি চীনে ইস্পাতের উৎপাদন কমেছে। এ অবস্থায় ধুঁকতে থাকা সম্পত্তি খাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার। এজন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। ফলে আকরিক লোহাতে বিনিয়োগ কমিয়েছেন তারা। এতে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে।
এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৯৫ দশমিক ৫০ ইউয়ান বা ১০৯ ডলার ৯৪ সেন্টে। দৈনিক ভিত্তিতে গত অক্টোবরের পর যা সবচেয়ে কম।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী আগস্টের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ১ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১০৪ ডলার ৩০ সেন্টে।
ক্রেতাদের উদ্দেশে লেখা বিশ্ব বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এএনজেডের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইস্পাত উৎপাদন হ্রাসের মধ্যে চাপে রয়েছে লৌহ আকরিকের বাজার।
এতে জানানো হয়, চীনে ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে তাপমাত্রা ব্যাপক বেড়েছে। ফলে সেখানে বাতাসের গুণগত মান উন্নয়নে স্থানীয় মিলগুলোকে উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে আকরিক লোহার চাহিদা নিম্নমুখী হতে পারে। ফলে কঠিন ধাতুটির সরবরাহ মূল্য কমেছে।
পৃথক এক নোটে ওয়েস্টপ্যাক জানিয়েছে, চীনের কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। মূলত ইস্পাত কারখানায় কার্যক্রম বৃদ্ধি এজন্য দায়ী। তাই শক্ত ধাতুটির উৎপাদন কমানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।