আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির ব্যাপক দরপতন ঘটেছে। শুক্রবার (২৬ মে) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় এ নিম্নগামিতা সৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এ কার্যদিবসে আইসিই’তে অপরিশোধিত চিনির আগামী জুলাইয়ের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৪ দশমিক ৭৮ সেন্টে।
আগের কর্মদিবসেও (বৃহস্পতিবার) ভোগ্যপণ্যটি দর হারিয়েছিল। পাউন্ডপ্রতি দাম নিষ্পত্তি হয় ২৪ ডলার ৬১ সেন্টে।
এদিন আগামী আগস্টের চিনির সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি টনের দর দাঁড়িয়েছে ৬৯৬ ডলার ২০ সেন্টে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি উৎপাদনকারী ব্রাজিল। দেশটিতে গ্রীষ্মকালে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। ফলে উৎপাদন ভালো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে খাদ্যপণ্যটি রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তারা।
ইতোমধ্যে শিল্প উপাত্তে দেখা গেছে, ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে চলতি মে মাসের প্রথমার্ধে চিনি উৎপাদন ব্যাপক বেড়েছে। এক বছর আগের একই সময়ের চেয়ে যা ৫০ শতাংশ বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।