আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি চালিয়ে একটি সুড়ঙ্গে পেরোচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ চমকে গিয়ে থামিয়ে দিলেন গাড়ি। শুধু তিনি-ই নন, একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ল পর পর। সুড়ঙ্গের মধ্যে বিরাট বড় একটি গর্ত! যেন ধস নেমে তৈরি হয়েছে মস্ত একটি খাদ!
হতবাক গাড়িচালকের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভিডিওতে শোনা যাচ্ছে, নিজের চোখকেই কার্যত বিশ্বাস করতে পারছেন না ওই চালক। খেদোক্তি করে বলছেন, হয়তো নিজেই ভুল দেখছেন নেশার ঘোরে। কিন্তু পর পর একাধিক গাড়ি দাঁড়িয়ে যেতেই ভুল ভাঙে তাঁর। এমনকি সুড়ঙ্গের ভিতর এমন রেলিং বিহীন খাদ রয়েছে দেখে উষ্মা প্রকাশ করতেও শোনা যায় তাঁকে।
https://twitter.com/modamsshe/status/1521300374912749568?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1521300374912749568%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Flifestyle%2Finternet-is-going-gaga-over-an-optical-illusion-inside-a-tunnel-dgtl%2Fcid%2F1342204
শেষ পর্যন্ত সাহস করে গাড়ি চালু করেন সেই ব্যক্তি। ধীরে ধীরে ‘খাদ’টির দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু কিছু দূর গিয়েই ফের চমক, মোটেই খাদ নয়। সুড়ঙ্গের ভিতরে জমে রয়েছে কিছুটা জল। শেষ পর্যন্ত বোঝা যায়, অদ্ভুত ভাবে আলোর প্রতিফলনের ফলেই তৈরি হচ্ছিল এমন দৃষ্টিভ্রম। ইতিমধ্যেই টুইটারে ১৫ লক্ষ মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। তবে ভিডিওটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।