শিবালয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

Shibalya

ইমরান নাজির, শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বারাদিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়ছে।

Shibalya

রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহম্মেদ এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে ৫৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিন ব্যবসায়ী মদন দাস পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজ আহম্মেদ জানান, খবর পেয়ে বারাদিয়া বাজারে অভিযান চালানো হয়। পলিথিন ব্যবসায়ী হিসেবে চিহ্নিত কাতরাসিন গ্রামের বাসিন্দা মদন দাস পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।