বিআরটিসিতে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

জুমবাংলা ডেস্ক : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাস/ট্রাক চালক পদে ২৫০ জনকে নিয়োগ দেয়া হবে। আগামী ১৬ জুলাই থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: বাস/ট্রাক চালক (অপারেটর)
পদ সংখ্যা: ২৫০টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত এবং এটির যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখা।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২৪৯০ টাকা)

বয়সসীমা: প্রার্থীদের আগামী ১৪ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর।

আবেদন পদ্ধতি: আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান বিআরটিসি-২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবর যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

আদেনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৩।