হুমা কোরেশির সাথে রোমান্সে মাতলেন শিখর ধাওয়ান

হুমা কোরেশি

বিনোদন ডেস্ক : ‘ডবল এক্স এল’ ছবির নতুন ঝলক প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে ক্রিকেটার শিখর ধাওয়ানের। প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বলিউড নায়িকা হুমা কোরেশির হাত ধরে নাচছেন শিখর। ‘ডবল এক্স এল’ ছবিতে দুই স্থূলকায় নারীর জীবন-সংগ্রাম তুলে ধরা হয়েছে।

হুমা কোরেশি

সতরাম রমানী পরিচালিত ‘ডবল এক্সএল’ ছবিতে ক্রীড়া উপস্থাপক রাজশ্রী ত্রিবেদীর ভূমিকায় আছেন হুমা কুরেশি। দিল্লির পোশাকশিল্পী সায়রা খান্নার চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। আগামী ৪ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই কমেডি ছবি।

এবার ভূত হয়ে সবাইকে ভয় দেখাবেন ক্যাটরিনা

শিখর জানান, “জাতীয় খেলোয়ার হওয়ার চাপ খুব বেশি। দম ফেলার ফুরসত নেই। তবু যখনই সময় পাই সিনেমা দেখি। যখন ‘ডবল এক্স এল’-এর প্রস্তাব পেলাম, চিত্রনাট্য পড়লাম মনে ধরে গেল। অসাধারণ এক সামাজিক বার্তা দিচ্ছে এই ছবি। আশা রাখি, নবীন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাবে। যা-ই হোক, তারা নিজেদের মনের কথাই শুনবে।”