রক্তকে আমাদের শরীরের নদী বলা হয়। আপনি নিশ্চয়ই ডাক্তারদের বলতে শুনেছেন যে শরীরে প্রতিদিন নতুন রক্ত তৈরি হয়, তাই মাঝেমধ্যে রক্তদান করা উচিত। এতে কোন দুর্বলতা দেখা দেয় না। কারণ রক্ত সবসময় উৎপন্ন হয়। তা সত্ত্বেও অনেকে রক্ত দেন না।
এমতাবস্থায় আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে, প্রতিদিন যখন শরীরে রক্ত তৈরি হয়, তখন পুরনো রক্ত যায় কোথায়? একটানা রক্ত তৈরি হলে শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। এমন অবস্থায় কোথাও কাটতে হবে, নাকি শরীরের ক্ষতি হতে পারে। এবার জেনে নিন এই প্রশ্নের উত্তর।
রক্ত ছাড়া আমরা বাঁচতে পারি না। এটি শরীরের ক্ষুদ্রতম অংশেও পৌঁছায়, তবেই সমস্ত অঙ্গ সক্রিয় থাকে। জানেন কিভাবে শরীরে রক্ত তৈরি হয়? যখনই আমরা কিছু খাই বা পান করি তখন আমাদের শরীর এই খাবার শোষণ করে হাড়ে পৌঁছে যায়। এখান থেকেই শুরু হয় রক্ত তৈরির কাজ।
এবার মূল প্রসঙ্গে আসা যাক… আমাদের শরীর প্রতিদিন নতুন রক্ত তৈরি করে, কিন্তু পুরনো রক্ত নষ্ট হলেও সতেজতা থাকে। দুটি উপায়ে রক্ত নষ্ট হয়ে যায়। প্রথমত, পুরানো রক্ত প্রধানত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে। দ্বিতীয়ত, পুরানো রক্ত শরীরের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয় এবং সেখানে নতুন রক্ত তৈরি হয়।
শরীরের রক্ত প্রবাহ বেশিরভাগই সংবহনতন্ত্রের মাধ্যমে ঘটে, যার মধ্যে রয়েছে হৃদপিণ্ড, ধমনী এবং শিরা। এই প্রক্রিয়ার মাধ্যমে শরীরে পুরনো রক্ত নষ্ট হয়ে নতুন রক্ত তৈরি হতে থাকে। কারো শরীর থেকে আধা লিটার রক্ত বের হলে তা তৈরি হতে বেশি সময় লাগে না। সেই ব্যক্তি ৩-৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে এটা নির্ভর করে খাদ্যাভ্যাস এবং তার শরীরের ওপর।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.