শরীরে যে অঙ্গটি চিতার আগুনেও জ্বলে না

শরীরে অঙ্গ

লাইফস্টাইল ডেস্ক : আগুনের সংস্পর্শে এলেই শরীরের যেকোনও অঙ্গ পুড়ে যায় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীর নরম ও কঠিন উভয় কোষ দিয়ে তৈরি। তবে আগুনে প্রভাবে নরম কোষগুলি সহজেই সংকুচিত হয়ে যায়। কিন্তু আপনি কী জানেন শরীরে এমন একটা অঙ্গ রয়েছে, যা মৃত্যুর পরেও চিতার আগুনে পুড়ে যায় না? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক…

শরীরে অঙ্গ

যখন একজন মানুষ মারা যায় তার শেষকৃত্য ধর্মীয় আচার অনুযায়ী করা হয়। কোন কোন ধর্মের মৃত ব্যক্তির লাশ মাটি খুঁড়ে কবর দেওয়া হয়, আবার কোন কোন ধর্মে পাখির হাতের লাশ তুলে দেওয়ার রীতি রয়েছে। একইভাবে হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর তাকে অগ্নি দিয়ে শেষকৃত্য করা হয়।

আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো শরীর। কিন্তু শরীরের এমন একটি অঙ্গ রয়েছে, যা আগুনেও জ্বলে না। জানিয়ে রাখি, শরীরের যে অংশে বেশি তাপ পায় তার দ্রুত পুড়ে যায়। উদাহরণস্বরূপ, হাত ও পায়ের হাড় শরীরের কিছু অংশের মতো দ্রুত পুড়ে যায় না। কিন্তু বেশি চর্বিযুক্ত অঙ্গগুলি দ্রুত পুড়ে যায়। এরপরেও শরীরের এমন কিছু অংশ থাকে যে একেবারেই জ্বলে না।

দাঁতই হল মানব শরীরের সেই অংশ যা আগুনে পুড়ে যায় না। অন্তোষ্টিক্রিয়া যখন সম্পন্ন করা হয় তখন সেখানে দাঁত পাওয়া যায়। আসলে আগুন দাঁতের উপর সামান্য প্রভাব ফেলে, কিন্তু পুড়ে যায় না। আগুনে, দাঁতের নরম টিস্যু পুড়ে যায়, আর সবচেয়ে শক্ত টিস্যু অর্থাৎ এনামেলটি রক্ষা পায়। দাঁত মানব দেহের সবচেয়ে অবিনাশী উপাদান হিসেবে বিবেচিত হয়।

প্রতিদিন রাত ৩টার সময় ঘটে যে ঘটনাটি ঘটে, জানলে চমকে যাবেন

এছাড়াও নখও পুড়ে যায় না বলে অনেকেই মনে করেন। যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। যদি নখের সামান্য অংশ কেটে আগুন ধরানো হয় তাহলে পুড়ে যাবে। তাই নখ সম্পর্কে এমন কিছু বলা যায় না। এদিকে শরীরের কঙ্কালও ছাই হয়না। আবার কেউ কেউ নাভির কথাও বলেন।