লাইফস্টাইল ডেস্ক : মানব শরীর হাড়-মাংস দিয়ে তৈরি। হাড়ের গঠন অনুযায়ী আমাদের শরীর নাড়াচড়া করে। আমরা সবাই জানি যে একজন ব্যক্তির শরীরে মোট ২০৬টি হাড় রয়েছে। কিন্তু একটি শিশুর জন্মের সময় প্রায় ৩০০টি হাড় থাকে। এরপর বয়স বাড়ার সাথে সাথে ২০৬টি হয়।
তাহলে এখন প্রশ্ন হল দেহ থেকে অবশিষ্ট ৯৪টি হাড় কোথায় হারিয়ে যায়? এবার জেনে নেওয়া যাক…
হাড় মেরুদন্ডী প্রাণীদের শরীরের একটি নির্দিষ্ট আকার ও গঠন তৈরি করে। শরীরের কঙ্কাল শুধুমাত্র হাড় দিয়ে গঠিত। কঙ্কালের জন্যই আমাদের শোয়া, বসা ও দাঁড়ানোর ভঙ্গি তৈরি হয়।
মেরুদন্ডী প্রাণী কী? যেসব প্রাণীর শরীরে হাড় রয়েছে, তাদের মেরুদন্ডী প্রাণী বলে। যেমন মাছ, পশুপাখি বা মানুষ ইত্যাদি মেরুদন্ডী প্রাণী। অন্যদিকে যাদের শরীরে কোনও হাড় থাকে না, তাদের অমেরুদন্ডী বলা হয়। যেমন পোকামাকড়, মাকড়সা, কেঁচো ইত্যাদি।
হাড় কী দিয়ে তৈরি? রক্ত যেমন একটি তরল সংযোগকারী টিস্যু। একইভাবে হারও একটি শক্ত এবং শক্তিশালী সংযোগকারী টিস্যু। হাড় প্রধানত ক্যালসিয়াম ও ফরফরাস দিয়ে তৈরি হয়। হাড়ে যে প্রোটিন পাওয়া যায় তাকে ওসাইন বলে। এই কারণে হাড়ে অধ্যয়নের বিজ্ঞানকে অস্টিওলজি বলা হয়।
নীল ছবির তারকা হতে ছেড়েছেন ব্যাংকের চাকরি, ডিভোর্স দিয়েছেন স্বামীকে
একটা শিশু যখন জন্ম নেয় তার শরীরের প্রায় ৩০০টি হাড় থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় হাড়ের সংখ্যা কমে ২০৬টি হয়। কঙ্কাল সিস্টেমে তরুণাস্থির উপস্থিতির কারণে শিশুর হাড় বেশি থাকে। শিশুর শরীরের কয়েকটি অংশ প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি হাড় থাকে। সহজ ভাষায় বললে, শিশু পর্যায়ে হাড়গুলো ছোট ও দুর্বল হয়, এরপর সেই হাড় একত্রিত হয়ে শক্তিশালী হাড়ে পরিণত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।