নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিন” পত্রিকা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দূর্নীতিবাজ কাস্টমস অফিসার তাজুল আহাম্মদের বিচারের দাবীতে কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত।
বুধবার (২৬ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া থানা মোড়ে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দূর্নীতিবাজ কাস্টমস অফিসার তাজুল আহাম্মদের বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্টিত হয় ।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় সাধারন সম্পাদক ও কুষ্টিয়া জেলা সভাপতি বর্ষীয়ান সাংবাদিক ডাঃ এম এ মান্নান, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি সামসুল আলম স্বপন, বাংলাদেশ প্রেস ক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসমত আলী অপ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসন। দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুকুল খসরু প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রেক্ষিতে দূর্নীতিবাজ কাস্টমস অফিসার তাজুল আহাম্মেদ পত্রিকাটি বন্ধের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কোন ষড়যন্ত্র করে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। অবিলম্বে দূর্নীতিবাজ কাস্টমস অফিসারকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।