মানিকগঞ্জ প্রতিনিধি : গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টা, বেউথা ব্রিজ সংলগ্ন ‘টি ইফেক্ট’ রেস্টুরেন্ট তখনো খোলা হয়নি। এ সময় একজন মেয়ে ও একজন ছেলে রেস্টুরেন্টে গিয়ে কাউন্টারে অপেক্ষা করে। তখন রেস্টুরেন্টটির সাবেক ম্যানেজার আজিজুল, পানি ব্যবসায়ী মোবারক, মাদকসেবী খোকন ও নামধারী সাংবাদিক তুষার রেস্টুরেন্টে গিয়ে ওই ছেলে-মেয়েকে জোড় করে একটি কক্ষে ঢুকিয়ে বাহির থেকে তালাবদ্ধ করে। এরপর রেস্টুরেন্টে অসামাজিক কাজ করা হয় দাবি করে ধারণ করা হয় ভিডিও।
পরে রেস্টুরেন্টের বর্তমান ম্যানেজার জাকারিয়া খানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না তারা সদর থানা পুলিশকে অসামাজিক কাজের বিষয়ে জানালে এসআই মোক্তার হোসেন ঘটনাস্থলে যান।
এসআই মোক্তার বলেন, ঘটনাস্থলে গিয়ে অসামাজিক কাজের সত্যতা না পেয়ে চলে আসি। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের সতর্ক করে।
রেস্টুরেন্টের ম্যানেজার জাকারিয়া বলেন, পুলিশ চলে যাওয়ার পর তারা আমাকে মারধর করে নগদ ৩ হাজার টাকা ও বিকাশে আরও দুই হাজার টাকা নিয়ে নেয়। এরপর ৫০ হাজার টাকা চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ঘটনাটি আমি মানিকগঞ্জ সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনীর সদস্যরা এসে মোবারক ও নামধারী সাংবাদিক তুষারকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সতর্ক করে যায়। তাদের করা ভিডিও জব্দ করে। এ সময় আজিজুল, খোকনসহ বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিনই ৬ জনের নাম উল্লেখ করে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাকারিয়া। অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জের চরবেউথা এলাকার মো. আজিজুল (৪০), মো. মোবারক হোসেন (৩৮), মো. নাসির (৩৫), মো. আয়নাল (৩৫), মো. খোকন (৩৬) ও কালিদাস (৩৬)।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, রেস্টুরেন্টের ম্যানেজার একটি অভিযোগ করেছে। আবার এলাকাবাসী রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আজ মানববন্ধন করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে রেস্টুরেন্ট মালিকের দাবি, চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফের ‘টি ইফেক্ট’ রেস্টুরেন্টে অসামাজিক কাজের অভিযোগ তুলে মানববন্ধন করে ওই চক্রটি।
রেস্টুরেন্ট মালিক জনি বলেন, আজিজুল আমার রেস্টুরেন্টে দীর্ঘদিন ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। ৬-৭ মাস আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে সে রেস্টুরেন্টের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। সে হয়ত কারো ইন্ধনে রেস্টুরেন্টটি দখলের পায়তারা করছে। আমি প্রশাসনের এর সঠিক বিচার দাবি করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।