জুমবাংলা ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার সময়ে উপদেষ্টা আসিফ নজরুল হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমিতি আইন সমিতি।
শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ আইন সমিতির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য বেল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির দাবি তোলা হয়। বিজ্ঞপ্তিতে দোষীদের সনাক্তপূর্বক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
যৌথ ওই বিবৃতি বলা হয়, অধ্যাপক ড. আসিফ নজরুল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে জাতির পক্ষে অভিভাবকতুল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্র সংস্কারের মহান কার্যক্রমে অবদান রেখে চলেছেন। বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিকে বিনা প্রটোকল এবং প্রটেকশনে ইউরোপের অন্যতম সভ্যদেশ সুইজারল্যান্ডের জেনেভার বিমানবন্দর এলাকায় জনরোষের বিস্ফোরণে পলাতক আওয়ামী স্বৈরাচারের দোসর কিছু সংখ্যক দুষ্কৃতকারী কর্তৃক অশোভনীয় আচরণ জুলাই বিপ্লবের সহস্রাধিক শহীদের রক্ত এবং গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতিকে চরমভাবে আহত করে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে অপমানিত করে। ওই ঘটনায় সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদাসীনতা।
এতে আরো বলা হয়, বিচারবিভাগ এবং বিচার প্রশাসনে পতিত ফ্যাসিস্ট সরকারের আশীর্বাদপুষ্টদের নির্মূল না করা পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা যায়। ফলে বিচার প্রশাসনকে ফ্যাসিবাদী শক্তির রাহুমুক্ত করতে প্রয়োজনীয় আশু পদক্ষেপ নিতে আহ্ববান জানানো হচ্ছে। সেইসাথে, দোষীদের সনাক্তপূর্বক দেশে ফিরিয়ে এনে দেশীয় আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হচ্ছে।
এদিকে একই ঘটনায় বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
এসময় আইন বিভাগের ২৩ ব্যাচের কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, সুইজারল্যান্ডের জেনেভায় আসিফ নজরুল স্যার যেভাবে অপমানিত হয়েছে তা একেবারেই নিন্দনীয়। আমরা মনে করি আসিফ নজরুলের ইসলামের হুমকি মানে বাংলাদেশের হুমকি। তাই অবিলম্বে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশের অ্যাম্বাসেডরকে প্রত্যাহার করতে হবে এবং যারা তাকে হেনস্তা করেছেন তাদের পাসপোর্ট দেন বাতিল করা হয়।
১৩ ব্যাচের জাহাঙ্গীর আলম কাশেম বলেন, আমি আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে জড়িতদের আইনের আওতায় আনা হয়।
এতে অন্যান্যদের মধ্যে সিনিয়র আআইনজীবী রুহুল কুদ্দুস, সাবেক বিচারক শাহজাহান সাজু, আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে এইদিন বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলও প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।