বংশালে হরিজন পল্লীর পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজধানীর বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর পরিচ্ছন্নতা কর্মীদের উচ্ছেদের প্রতিবাদে ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং পু্নর্বাসনের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে মানিকগঞ্জের হরিজন হেলা সমাজ পঞ্চায়েত কমিটি।

এতে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুদেব সাহা, পৌরমেয়র রমজান আলী, যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখনে।

এসময় চারশ বছর ধরে বসবাসকারী হরিজনদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণসহ প্রতিটি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় চাকরির নিশ্চয়তা প্রদানের দাবি করেন বক্তারা।